• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

Find us in facebook

ঈদের এক সপ্তাহ আগেই বোনাস পাবেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ জুলাই ২০২০  

Find us in facebook

Find us in facebook

দেশের এমপিওভুক্ত সব বেসরকারি স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার সাতদিন আগেই ঈদ বোনাস দিতে চায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। সেই লক্ষ্যমাত্রা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন হলে দ্রুত সময়ের মধ্যে বোনাসের অর্থ ব্যাংকে পাঠানো হবে বলে সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন) শাহেদুল খবির চৌধুরী নিশ্চিত করেছেন।

শাহেদুল খবির চৌধুরী বলেন, শিক্ষকদের ঈদ কেনাকাটার স্বার্থে করোনা পরিস্থিতিতেও ঈদের সাতদিন আগেই তাদের বোনাস পাঠিয়ে দেয়ার চেষ্টা চলছে। এরইমধ্যে মন্ত্রণালয়ে এ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই বোনাস ছাড়া হবে।

তিনি বলেন, নির্ধারিত সময়ে শিক্ষক-কর্মচারীদের বোনাসের অর্থ দেয়ার লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ শুরু করেছি। এরইমধ্যে মাউশির ইএমআইএস সেল কাজ শুরু করেছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন হলে এসে সেদিনেই চেক ব্যাংকে পাঠানো হবে।

আজ শিক্ষকদের জুনের বেতন ছাড়া হয়েছে। প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।

সোমবার এমপিওভুুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের সরকারি অংশের আটটি চেক অনুদান বণ্টনকারী নির্ধারিত চারটি ব্যাংকের (সোনালী, রূপালী, জনতা, অগ্রণী) শাখায় পাঠানো হয়েছে। শিক্ষকরা ২০ জুলাই পর্যন্ত তাদের বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।

Place your advertisement here
Place your advertisement here