• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

ইস্ট জোনের লিডের আশা বাঁচিয়ে রেখেছেন ইয়াসির

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২০  

Find us in facebook

Find us in facebook

ইয়াসির আলির অনবদ্য সেঞ্চুরিতে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শেষ রাউন্ডে নর্থ জোনের বিপক্ষে লিডের দ্বারপ্রান্তে ইস্ট জোন। দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ২৬১ রান করেছে ইস্ট জোন। লিড থেকে ১২ রান দূরে দাঁড়িয়ে তারা। হাতে আছে ৩ উইকেট। ১৩৪ রানে অপরাজিত থেকে ইস্ট জোনের লিডের আশা বাঁচিয়ে রেখেছেন ইয়াসির। প্রথম ইনিংসে মুশফিকুর রহিমের ১৪০ রানের সুবাদে ২৭২ রানে অলআউট হয়েছিলো নর্থ জোন।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিন অলআউট হয় নর্থ জোন। দলের পক্ষে ব্যাট হাতে একাই লড়েছেন মুশফিক। ১৬টি চার ও ১টি ছক্কায় ১৫৭ বলে ১৪০ রান করেন মুশফিক। বল হাতে ১০৭ রানে ৮ উইকেট নেন ইস্ট জোনের স্পিনার নাইম হাসান।

প্রথম দিন নর্থ জোনকে অলআউট করে দিয়েও স্বস্তিতে দিন শেষ করতে পারেনি ইস্ট জোন। কারণ ৩ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসেছিলো তারা। পিনাক ঘোষ ৩ ও মোহাম্মদ আশরাফুল শুন্য রানে আউট হন। আগের দিন নাইটওয়াচম্যান হিসেবে নেমে শুন্য রানে অপরাজিত ছিলেন সাকলাইন সজীব।

আজ ৪ রানে ফেরেন সাকলাইন। ফলে ২৭ রানে ৩ উইকেট হারায় ইস্ট জোন। এরপর শক্ত হাতে হাল ধরেন ইয়াসির ও অধিনায়ক ইমরুল কায়েস। চা-বিরতির আগে বিচ্ছিন্ন হন তারা। ততক্ষণে জুটিতে ১৩৭ রান দলকে উপহার দেন ইয়াসির ও ইমরুল। ৭টি চারে ১৫৩ বলে ৭৬ রান করে ফেরেন ইমরুল। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরি পূর্ণ করেন ইয়াসির। তবে মিডল-অর্ডারে নাসির হোসেন ৩, আফিফ হোসেন ২৬ ও উইকেটরক্ষক জাকির হাসান ১ রান করে আউট হন।

নয় নম্বরে নামা নাইমকে নিয়ে দিন শেষ করেন ইয়াসির। এতে ইস্ট জোনের লিডের আশা বেঁচে থাকলো। ১৩টি চার ও ২টি ছক্কায় ২৭১ বলে ১৩৪ রানে অপরাজিত আছেন ইয়াসির। ৬ রানে অপরাজিত আছেন নাইম। নর্থ জোনের সানজামুল ইসলাম ৯২ রানে ৫ উইকেট নেন।

Place your advertisement here
Place your advertisement here