• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

আয়শা খানম’র অকাল প্রয়াণে কুড়িগ্রামে স্মরণসভা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২১  

Find us in facebook

Find us in facebook

বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট নারী নেত্রী, মহান মুক্তিযুদ্ধসহ সকল প্রগতিশীল আন্দোলনের সক্রিয় সংগঠক প্রয়াত আয়শা খানম’র অকাল প্রয়াণে কুড়িগ্রাম জেলা মহিলা পরিষদ স্মরণ সভার আয়োজন করেছে। 

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় কুড়িগ্রাম কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে মোমবাতি প্রজ্বলন শেষে প্রয়াত আয়শা খানম’র প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে জেলা মহিলা পরিষদের সভাপতি রওশন আরা চৌধুরীর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মাহবুবুর রহমান মোমিন, বেসরকারি সংস্থা সলিডারিটির নির্বাহী পরিচালক এস.এম হারুন অর রশীদ লাল, খেলাঘর সংগঠক নুরুল হাবীব পাভেল, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক দুলাল বোস, চাষী নুরন্নবী, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী, সুব্রতা রায়, কায়ছার পারভীন তুহিন, সরোয়ার হোসেন সঞ্জু প্রমুখ।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন। তার স্মরণে সারা দেশে বিকেল সাড়ে ৫টা থেকে একযোগে মোমবাতী প্রজ্বলন করা হয়। 

Place your advertisement here
Place your advertisement here