• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

আম্পায়ারের মৃত্যু হল মাথায় ক্রিকেট বল লেগে!

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৯  

Find us in facebook

Find us in facebook

খেলার মাঠে মৃত্যু নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক সময়ে এমন ঘটনা প্রায়ই ঘটছে। ক্রিকেট মাঠে বলের আঘাতে ব্যাটসম্যানদের আহত হওয়া তো নিত্যদিনের ঘটনা। শুধু ক্রিকেটাররাই নয়, এবার মাথায় বল লেগে নির্মম মৃত্যু হয়েছে জন উইলিয়ামস নামের ৮০ বছর বয়সী এক আম্পায়ারের।

ওয়েলসের পেমব্রকশায়ারের হান্ডেলটনে একটি ক্রিকেট ম্যাচ চলার সময় মাথায় আঘাত পান উইলিয়ামস। শুরুতে তাকে হাভারফর্ডওয়েস্টের উইদিবুশ হাসপাতালে নেয়া হয়, পরে অবস্থার অবনতি হলে পাঠানো হয় কার্ডিফের ইউনিভার্সিটি হসপিটাল অব ওয়েলসে।

মাথার ওই আঘাতেই দুই সপ্তাহ কোমায় ছিলেন প্রবীণ এই আম্পায়ার। পরে তাকে ফিরিয়ে আনা হয় উইদিবুশে। সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। তদন্তের পর জানা গেছে, মাথার গুরুতর আঘাতেই মৃত্যু হয়েছে উইলিয়ামসের।

এর আগে ২০০৯ সালে ফিল্ডারের থ্রো থেকে বল মাথায় লেগে ওয়েলসেরই নিথ পোর্ট টেলবোটের আম্পায়ার এলকউইন জেনকিনসের মৃত্যু হয়। এমন ঘটনা ঘটেছে ভারতেও।

Place your advertisement here
Place your advertisement here