• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

আমাকে আবার ভোট দিয়ে নির্বাচিত করলে ফুল মন্ত্রী হবো-রাঙ্গা

দৈনিক রংপুর

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

জাতীয় পার্টির মহাসচিব,স্থানীয় সরকার,পল্লী উন্নযন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা বুধবার গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নন পরিষদ মাঠে এক সমাবেশে ভোটারদের উদ্দেশ্যে করে বলেন, ভোটের আগে আমাকে এত ফুলের মালা দিয়ে বরণ করে নিলে ভোটের পরে কি দিয়ে বরণ করবেন। ভোটের পরের জন্য কিছু মালা রাখেন।

আমি এখানে হাসপাতাল বিল্ডিং রাস্তা ঘাটের অনেক উন্নয়ন করেছি। এটা কোন মিছা কথা নয়। আমি সকলের বাড়ি যাওয়ার রাস্তা পাকা করে দেব। আমি আবার এমপি হলে ফুল মন্ত্রী হবো। প্রধান মন্ত্রী শেখ-হাসিনা ও এরশাদ সাহেব আমাকে খুব আদর করেন। প্রধান মন্ত্রী ও এরশাদ সাহেব আদর করেন বলেই আমাকে এখানে মহাজোটের পক্ষে মনোনয়ন দিয়েছেন এখানে মহাজোট থেকে আর কাউকে দেয়া হয়নি। মহাজোটের মার্কা লাঙ্গল আর কোন মার্কার গঙ্গাচড়ায় খাওয়া নাই।

আমি এখন মহাসচিব হয়েছি। আমার এখন অনেক দায়িত্ব । আমি যদি আসতে নাও পারি । তাহলে আমাকে লাঙ্গল মার্কায় ভোট দিবেন। আমার চাইতে কেউ বেশি গঙ্গা চড়ায় কাজ আনতে পারবে না। আর কেউ এখানে এমপি হলে মন্ত্রী হতে পারবে না। আমরা আবারো ক্ষমতায় আসলে সবাই মিলে দেশটাকে সোনার বাংলা গড়বো। 

এর আগে জাতীয় পার্টি নতুন মহাসচিব এলজিইডি প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাকে হাজারো মানুষের ভালোবাসায় ফুলেল শুভেচ্ছায় বরন করে নেন। সৈয়দপুর বিমান বন্দর থেকে তাঁর নির্বাচনী এলাকা গঙ্গাচড়া যাওয়ার পথে রাস্তার দু-ধারে হাজার নারী-পুরুষ দাড়িয়ে থেকে নতুন এই মহাসচিবকে অভিন্দন জানান। 


বুধবার সকাল ১০ টায় ঢাকা থেকে সৈয়দপুর বিমান বন্দরে পৌছলে জেলা ও মহানগর জাপার নেতা কর্মীরা ফুলে ফুলে সিক্ত বরেন করেন প্রতি মন্ত্রী রাঙ্গাকে। সেখান থেকে মন্ত্রী তার নির্বাচনী এলাকার ( রংপুর- ১ গংঙ্গাচড়া সিটি আংশিক) উদ্দেশ্যে রওয়ানা হলে কয়েক হাজার নেতা কর্মী ও সমর্থক বিশাল গাড়ির বহরে তার সাথে যুক্তহয়।

এ সময় জাপা চেয়ারম্যান ও নতুন মহাসচিব রাঙ্গাকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন শ্লোাগান দিতে থাকেন সাধারন মানুষ। পরে প্রতিমন্ত্রী রাঙ্গা পাগলাপীর বাজার,বেতগারি ইউনিয়ন পরিষদ মাঠ, সরেয়াবাড়ি বাজার,আলমবিদিতর,তুলশির হাট,বড়বিল মন্থনা, দক্ষিণ কলকন্দ সহ ১৫ টি জায়গায় পথ সভায় অংশনিয়ে লাঙ্গল প্রতিকে ভোট চান। 

পথসভাতে রংপুর মহানগর জাতীয় পাটির সাধারন সম্পাদক এসএম ইয়াসির, যুগ্ম সাধারন সম্úাদক লোকমান হোসেন, জেলা জাতীয় পাটির ভারপ্রাপ্ত সম্পাদক হাজি আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারন সম্পাদক খতিবার রহমান,প্রচার সম্পাদক মমিনুল ইসলাম রিপন, ও গঙ্গাচড়া উপজেলার জাতীয় পাটির সভাপতি হাজি সামচ্ছুল আলম নেতৃবৃন্দ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশ নেয়।

Place your advertisement here
Place your advertisement here