• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

আবারো শীর্ষ ধনীর তালিকায় সবার আগে বিল গেটস

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৯  

Find us in facebook

Find us in facebook

আবারো বিশ্বের সবচেয়ে শীর্ষ ধনীর খেতাব পেয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তার সম্পদের পরিমাণ ১১০ বিলিয়ন ডলার। সংবাদ মাধ্যম ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইনডেক্স তথ্য জানিয়েছে।

চলতি বছর মাইক্রোসফটের শেয়ার মূল্য ৪৮ শতাংশ বৃদ্ধি পায়। কারণ ২৫ অক্টোবর অ্যামাজনের পরিবর্তে মাইক্রোসফটের সঙ্গে ১০ বিলিয়ন ডলারের একটি ক্লাউড-কম্পিউটিং চুক্তি করে পেন্টাগন। সেই চুক্তির পর মাইক্রোসফটের শেয়ারের দাম বাড়ে শতাংশ। আর অ্যামাজনের শেয়ারের দর কমে শতাংশ।

এর ফলে জেফ বেজোসের সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১০৮ দশমিক বিলিয়ন ডলার (১০ হাজার ৮৭০ কোটি ডলার) এতে শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকার প্রথম স্থানটি হারিয়েছেন। এছাড়া চলতি বছর ২৫ বছরের বিবাহিত জীবনের ইতি টানেন বেজোস। বিচ্ছেদের পর সাবেক স্ত্রী ম্যাককেনজি বেজোসকে অ্যামাাজনের শতাংশ শেয়ার দিতে হয়। শেয়ারের আর্থিক মূল্য ছিল হাজার ৮৩০ কোটি ডলার। এসব মিলিয়ে চলতি বছর জেফ বেজোসের সম্পদ অনেকটাই কমে যায়।

এদিকে বিল গেটসের নাম ১৯৮৭ সালে প্রথমবার ফোর্বসের ধনী ব্যক্তিদের তালিকায় জায়গা পায়। সে সময় তার সম্পদের পরিমাণ ছিল দশমিক ২৫ বিলিয়ন ডলার (১২৫ কোটি ডলার) পরে একটানা ২৪ বছর পর্যন্ত বিশ্বের সবচেয়ে শীর্ষ ধনী ব্যক্তি ছিলেন তিনি।

এরপর ২০১৮ সালে বিল গেটসকে প্রথমবারের মতো টপকে যান অ্যামাজনের সিইও জেফ বেজোস। সে সময় তার মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ১৬০ বিলিয়ন ডলার (১৬ হাজার কোটি ডলার)

Place your advertisement here
Place your advertisement here