• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

আন্দোলনে বদরগঞ্জ পৌরসভার স্বাভাবিক কার্যক্রমে সমস্যা

দৈনিক রংপুর

প্রকাশিত: ২৯ জুলাই ২০১৯  

Find us in facebook

Find us in facebook

রাষ্ট্রীয় কোষাগার থেকে পেনশনসহ বেতন-ভাতার দাবিতে কর্মকর্তা–কর্মচারীদের আন্দোলনের কারণে পৌরসভাগুলোতে দাপ্তরিক ও সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বদরগঞ্জ পৌর এলাকার বাসিন্দারা। ময়লা-আবর্জনা পরিষ্কার না করায় শহরের অলিগলিতে জমেছে ময়লার স্তুপ। বন্ধ রয়েছে টিকাদান কর্মসূচি। কর সংগ্রহ, নাগরিক সনদ প্রদান, ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধনসহ দৈনন্দিন পৌর সেবা পাচ্ছেন না সাধারণ মানুষ।

১৪ জুলাই থেকে কাজ বন্ধ রেখে আন্দোলন কর্মসূচি পালন করছে দেশের ৩২৮টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। 

রংপুরের বদরগঞ্জ পৌরসভার বাসিন্দা অসুস্থ টুলু শাহ্ জরুরি চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন। এ কারণে দরকার জন্মনিবন্ধন সনদ। আট দিন ধরে তিনি পৌরসভায় যাচ্ছেন আর ফিরে আসছেন। কিন্তু জন্মনিবন্ধন পাননি। গতকাল মঙ্গলবার তিনি পৌর মেয়র উত্তম কুমার সাহার সঙ্গে দেখা করে সমস্যার কথা জানান। কিন্তু মেয়রও সমাধান দিতে পারেননি।

পৌরসভার বালুয়াভাটা গ্রামের আনিছুল হক পাসপোর্ট করার আবেদনপত্রে মেয়রের প্রয়োজনীয় সই ও সিলমোহরের জন্য পৌরসভায় ঘুরছেন ৯ দিন ধরে। গতকালও এসেছিলেন কিন্তু পৌরসভায় তালা ঝুলতে দেখে ফিরে গেছেন।

পৌরসভার মেয়র উত্তম কুমার সাহা বলেন, পৌরসভায় ৫০ হাজার মানুষ বাস করেন। প্রতিদিন পৌরসভা কার্যালয়ে সরাসরি এসে গড়ে দুই শতাধিক মানুষ সেবা নেন। পৌর কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে থাকায় ১০ দিন ধরে মানুষকে সেবা দেওয়া যাচ্ছে না।

Place your advertisement here
Place your advertisement here