• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

আগের চেয়ে বেটার তৌসিফ!

দৈনিক রংপুর

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

এই সময়ে যে ক’জন তরুণ নাট্য অভিনেতা রয়েছেন তাদের মধ্যে অন্যতম তৌসিফ মাহবুব। প্রায় অর্ধযুগ ধরে অভিনয় করেছেন তিনি। শুরুটা হয়েছিল নির্মাতা আদনান আল রাজীবের নির্দেনায় বিজ্ঞাপনচিত্র দিয়ে। এরপর একই নির্মাতার ‘অলটাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে নাট্যাঙ্গনে অভিষেক হয় তার। বর্তমানে শোবিজের নিয়মিত মুখ তৌসিফ। বর্তমান সময়ের কাজের খবর ও সমসাময়িক কিছু বিষয় নিয়ে এ অভিনেতার সঙ্গে কথা হয়।

শুরুতেই এই অভিনেতা জানান, গত ২১ নভেম্বর বুধবার সকাল থেকে রাজধানীর উত্তরায় একটি শুটিং বাড়িতে জনপ্রিয় কার্টুন চরিত্র ‘বেসিক আলী’ এর ধারাবাহিক ওয়েব সিরিজের শুটিংয়ে রয়েছেন তিনি।

বেসিক আলী ওয়েব সিরিজটির বিষয়ে তৌসিফ বলেন, ওয়েব সিরিজটি ‘চ্যানেল আইয়ে প্রচারিত হচ্ছে। এতে বেসিক আলীর চরিত্রে অভিনয় করছি। এটি নির্মাণ করছেন কাজল আরেফিন অমি। মূলত পাঠকরা দীর্ঘ দশ বছরেও বেশি সময় ধরে দৈনিক প্রথম আলোতে এই কার্টুন চরিত্রটি নিয়ে মজার গল্প পড়ে আসছেন। বেসিক আলীর স্রষ্টা সাংবাদিক শাহরিয়ার খান। এখানে আমার বিপরীত চরিত্র রিয়া। চরিত্রটিতে সাবিলা নূর, পিয়া বিপাশা এবং বর্তমানে টয়া অভিনয় করছেন। এছাড়াও অন্যান্য চরিত্রে আছেন আব্দুল্লাহ রানা (তালিব আলী), বিজরী বরকতুল্লাহ (মলি আলী), মীর নওফেল আশরাফি জিসান (হিল্লোল), রিফাত জাহান (নেচার) এবং আনন্দ আজিম (ম্যাজিক)।

 

1.আগের চেয়ে বেটার তৌসিফ!

ওয়েব সিরিজের সঙ্গে দেশীয় দর্শক পরিচিত হয়েছেন গেল বছর থেকে। নতুন একটি মাধ্যমের গল্প, মান ও উদ্দেশ্য নিয়ে বহুবার প্রশ্ন উঠেছে। কিন্তু পরে ওয়েব সিরিজ দেখে দর্শক রীতিমত বিস্মিত হয়েছেন। তবে আমাদের দেশের চেয়ে ভারতে ওয়েব সিরিজ বেশ জনপ্রিয়। মাধ্যমটিতে বলিউডের অনেক শক্তিমান অভিনেতারাও অভিনয় করেছেন।

অনেকেই বলছেন, আগামী দিনে ‘ওয়েব সিরিজ’ হতে যাচ্ছে বিনোদনের প্রধান মাধ্যম। এরই যাত্রা শুরু হয়েছে বাংলাদেশেও। চিত্রনায়িকা পপি, পরিমনি, আঁচল আঁখি, এবিএম সুমনসহ সিনেমার অনেক তারকারাই নতুন করে ওয়েব সিরিজে কাজ করছেন। আর নাটকের অভিনেতা হিসেবে এদেশে ওয়েব সিরিজ আগমনের শুরুর দিক থেকে কাজ করছেন তৌসিফ। কিন্তু নাটক বা ওয়েব সিরিজের মধ্যে কি ধরনের পার্থক্য রয়েছে?

সে বিষয়ে এ অভিনেতা বলেন, নাটকের চেয়ে ওয়েব সিরিজে স্বাচ্ছন্দে কাজ করা যায়। কাজের ক্ষেত্রে বিশাল একটা স্পেস থাকে। সাধারণ নাটকে যেসব ডায়লগ থাকে না সে গুলো দর্শক এখানে পাচ্ছে। যার দরুণ ওয়েব সিরিজের কাজ গুলো একটু অন্য রকম হয়। আর আমরা যেখানেই কাজ করি না কেনো আমাদের কাজ অভিনয় করা। দু’ক্ষেত্রেই আমাদের চেষ্টা থাকে সর্বোচ্চ যাতে দর্শক পছন্দ করেন।

বেসিক আলী ওয়েব সিরিজ ছাড়াও ‘ব্যাচেলর পয়েন্ট’ নামের আরো একটি ধারাবাহিক নাটকে অভিনয়ের ব্যস্ততা রয়েছে তৌসিফের। এছাড়াও নিয়মিত সিঙ্গেল নাটকে কাজ করছেন তিনি। মূলত এই কাজ গুলোকেই ঘিরে তার বর্তমান ব্যস্ততা।

গল্পের চাহিদা অনুযায়ী একজন অভিনেতাকে বিভিন্ন চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে হয়। এরআগে তৌসিফকে নানা ধরনের চরিত্রে দর্শকরা দেখেছেন। কিন্তু এ অভিনেতার কোন ধরনের চরিত্র পছন্দ? সে সম্পর্কে তৌসিফ বলেন, আমি গল্পটা সব সময় দেখেছি। একই ধরনের চরিত্রে নিজেকে আটকে রাখতে চাইনি। তাই সিঙ্গেল নাটকে কাজ করছি। এখানে প্রতিদিন নতুন নতুন চরিত্রে নিজেকে মেলে ধরছি।

 

2.আগের চেয়ে বেটার তৌসিফ!

আর আমি মূলত রোমান্টিক, ফ্যামিলি ড্রামা, থ্রিলার এই কাজগুলো বেশি করি। আর একজন প্রফেশনাল অভিনেতা হিসেবে কোনো সুর্নিদিষ্ট চরিত্র করতে চাই না। সব চরিত্রেই নিজেকে মানিয়ে নিতে চাই।

তৌসিফ মাহবুবের অভিনয়ে মুগ্ধ অসংখ্য দর্শক। এটাই তার প্রাপ্তি। তিনি বলেন, এখানে অনেকে কাজ করতে আসে আবার চলে যায়, কিন্তু মূল বিষয়টি হচ্ছে ধরে থাকা বা ধরে রাখা। আমার প্রাপ্তি প্রায় ছয় বছর নিজেকে ধরে রাখতে পেরেছি। অনেক ভুল করেছি, আবার ভুলটা ধরে শেখার চেষ্টা করেছি। এখনো নিয়মিত চেষ্টা করে যাচ্ছি। যে তৌসিফ এসেছিল তার চেয়ে বেটার তৌসিফ এখন হয়েছি। আর ভক্তদের ভালোবাসা অবশ্যই দিন দিন বাড়ছে। এর চেয়ে বড় প্রাপ্তি আর দেখি না।

নাটকে একেক অভিনেত্রীর সঙ্গে পর্দা শেয়ার করতে হয়। কাদের সঙ্গে কাজ করতে বেশি স্বাচ্ছন্দবোধ করেন? এমন প্রশ্নের জবাবে তৌসিফ জানান, বেশ কয়েক জনের নাম। তাদের মধ্যে রয়েছে সাফা কবির, টয়া, সাবিলা নূর, শবনম ফারিয়া, তানজিন তিশা। তবে এই নাম গুলোর মাঝেও একজনের সঙ্গে অভিনয় করতে একটু বেশিই স্বাচ্ছন্দবোধ করেন এ অভিনেতা। যার সঙ্গে বেশি স্বাচ্ছন্দবোধ মনে করেন সে হচ্ছে আরেক জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির।

চলতি বছরে বিয়ে করেছেন ছোট পর্দার এ অভিনেতা জান্নাতুল ফেরদৌস জারাকে। তার দাম্পত্য জীবন সম্পর্কে তৌসিফ বলেন, আলহামদুলিল্লাহ। সবার দোআয় আমরা অনেক ভালো আছি। প্রতিদিন শেখার চেষ্টা করি। চেষ্টা করি ভালো স্বামী কিভাবে হওয়া যায়। এই দশ মাসে আমরা দেশের বাহিরে তিনবার ট্যুরে গেছি। বিয়ের পর প্রথম হানিমনে নেপালে গিয়েছিলাম। এরপর ইন্দোনেশিয়ার বালি ও থাইল্যান্ডে সময় কাটিয়ে এসেছি। আর প্রতিদিনই দুজনেই মিলে চেষ্টা করছি কিভাবে একটি সুখের সংসার গড়ে তোলা যায়।

Place your advertisement here
Place your advertisement here