• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook

আইফেল টাওয়ার বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২০  

Find us in facebook

Find us in facebook

প্যারিসের বিশ্বখ্যাত আইফেল টাওয়ার বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেয়ার পর আইফেল টাওয়ারটি সিল করে দেওয়া হয়েছে ঘটনাস্থল ঘেরাও করেছে রেখেছে ফরাসি পুলিশ। বুধবার স্থাপনাটি পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের এক মুখপাত্রের বরাতে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

আইফেল টাওয়ার কর্তৃপক্ষের মুখপাত্র জানিয়েছেন, পুলিশের কাছে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে টাওয়ারে বোমা হামলার হুমকি দেয়ায় সতর্কতাস্বরূপ লোকজন সরিয়ে নেয়া হয়েছে। তবে এ বিষয়ে আর কোনও তথ্য দিতে রাজি হননি তিনি।

ফ্রান্সের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, টাওয়ারের নীচে রাস্তাগুলো এবং সীন নদীর ওপারে ট্রোকাডেরো প্লাজা পর্যন্ত ব্রিজটিকে ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে থাকা ২ জন পুলিশ অফিসার জানিয়েছে, ফোনে বোমা হামলার হুমকির ফলে ওই এলাকায় সম্ভাব্য বিস্ফোরকগুলির জন্য অভিযান চালানো হচ্ছে।

প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারির কারণে বেশ কয়েক মাস বন্ধ থাকার পর সম্প্রতি খুলে দেয়া হয়েছিল দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্রটি।

Place your advertisement here
Place your advertisement here