• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

‘আইনের খসড়া অনুমোদন বাধা নেই নির্বাচনকালীন মন্ত্রিসভার’

দৈনিক রংপুর

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

নির্বাচনকালীন মন্ত্রিসভা আইনের খসড়া উত্থাপন ও বিশেষ প্রয়োজন হলে তাতে নীতিগত অনুমোদন দিতে পারবে। এ ক্ষেত্রে আইনগত কোনো বিধি-নিষেধ নেই।

তফসিল ঘোষণার পর সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে এ বিষয়ে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব।

এর আগে সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে ‘বাংলাদেশ ট্যারিফ কমিশন (সংশোধন) আইন, ২০১৮’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়।

সাংবাদিক ব্রিফিংয়ে একজন সাংবাদিক জানতে চান, এই সরকার কি নির্বাচনকালীন সরকার?

জবাবে মোহাম্মদ শফিউল আলম বলেন, যেহেতু ডিক্লারেশন অব শিডিউল (নির্বাচনের তফসিল) হয়ে গেছে, ওই সময় থেকেই নির্বাচনকালীন সরকার শুরু হয়ে গেছে।

কিন্তু আইন তো উঠার (মন্ত্রিসভার বৈঠকে) কথা না-এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, না, আইন উঠতে পারে। এটাতে কোনো আইনগত বাধা নেই। কিন্তু সংসদ নেই এখন।

আজকের মিটিং তাহলে নির্বাচনকালীন সরকারের মিটিং, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শিডিউল ঘোষণার পর থেকেই এ সরকার নির্বাচনকালীন সরকার।

আইনের অনুমোদন দেয়া কি রুটিন ওয়ার্কের মধ্যে পড়ে? এটাতো পলিসি ডিসিসন, এটাতো রেগুলার ওয়ার্কে পড়ার কথা...সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শফিউল আলম বলেন, ‘এগুলো ক্যাবিনেটের কার্যক্রমের মধ্যেই পড়ে। রুটিনই বলা যায় এটা।’

আইন তো হল একটা গুরুত্বপূর্ণ বিষয়। রেগুলার সরকারের অন্যতম কাজ হচ্ছে আইন পাস করা-এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সরকার তো রেগুলারই আছে ‘

Place your advertisement here
Place your advertisement here