• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

অক্সিজেন কনসেনট্রেটর উপহার পেল বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ আগস্ট ২০২০  

Find us in facebook

Find us in facebook

পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও যুগ্মসচিব মো. হুমায়ুন কবীর দিনাজপুরের বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুটো অক্সিজেন কনসেন্ট্রেটর ও ৫পি পালস অক্সিমিটার উপহার দিয়েছেন। 

সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. সোলায়মান হোসেন মেহেদীর হাতে কনসেনট্রেটরগুলো হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার।

এ সময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী, উপজেলা একাডেমি সুপার ভাইজার মো. আব্দুস সালাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মোছা. সিফাত আরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, বিরামপুর উপজেলার করোনায় আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসার জন্য তিনি নাভানা কম্পানির মাধ্যমে দুটো অক্সিজেন কনসেনট্রেটর ও ৫পি পালস অক্সিমিটার আমাদের অনেক কাজে আসবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. সোলায়মান হোসেন মেহেদী বলেন, অক্সিজেন কনসেনট্রেটর ও ৫পি পালস অক্সিমিটার উপহার পেয়ে আমাদের উপকার হলো। কারণ দিনাজপুর জেলা সদর আমাদের এখান থেকে অনেক দূরে হওয়ায় অনেক সময় জরুরি রোগীর জন্য সমস্যা হয়। এই জন্য যারা উপহার পাঠিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Place your advertisement here
Place your advertisement here