• বুধবার ০৯ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৪ ১৪৩১

  • || ০৪ রবিউস সানি ১৪৪৬

Find us in facebook

মুমিনুলের ফিফটিতে ম্যাচে ফেরার চেষ্টায় বাংলাদেশ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৪  

Find us in facebook

Find us in facebook

কানপুরে চলছে বাংলাদেশ-ভারত টেস্টের চতুর্থ দিনের লড়াই। প্রথম দিন ৩৫ ওভার খেলা হওয়ার পর বৃষ্টিতে ম্যাচ বন্ধ হয়। এরপর দ্বিতীয় ও তৃতীয় দিনের পুরোটাই পরিত্যক্ত হয় অভিন্ন কারণে। চতুর্থ দিন ব্যাট করতে নেমে এগোচ্ছে টাইগাররা।এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৪৬ রান।

তিন উইকেটে ১০৭ রান নিয়ে খেলতে নেমে ধীরস্থির শুরু করেছিলেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক। তবে বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিক। দিনের ষষ্ঠ ওভারে বুমরাহর দারুণ ইনসুইঙ্গারে পরাস্ত হয়ে বোল্ড হন ১২ রান করা এ ব্যাটার।

সঙ্গী ফিরলেও দারুণ ধৈর্য্যের পরিচয় দিয়ে টেস্ট ক্যারিয়ারের ২০তম ফিফটি পূরণ করেন মুমিনুল হক। মোহাম্মদ সিরাজকে বাউন্ডারি হাঁকিয়ে মাইলফলকে পৌঁছান তিনি। তিনি ৬১ ও লিটন দাস ১২ রানে ব্যাট করছেন।

এর আগে জাকির ০, সাদমান ২৪ ও শান্ত ৩১ রানে সাজঘরে ফেরেন। ভারতের হয়ে আকাশ দীপ দুটি এবং রবিচন্দ্রন অশ্বিন ও জাসপ্রিত বুমরাহ একটি করে উইকেট নিয়েছেন।

Place your advertisement here
Place your advertisement here