• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook

ভারতকে হারিয়ে আসরে টিকে রইল বাংলাদেশ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশের মেয়েরা। শুক্রবার (২৪মার্চ) কমলাপুর স্টেডিয়ামে গ্রুপ পর্বের নিজেদের তৃতীয় ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। 

আজ খেলার প্রথমার্ধে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। খেলার ৬ মিনিটের মাথায় পূজা দাসের ক্রসে ভারতের ডি-বক্সের মধ্যে বল পান বাংলাদেশের সুলতানা আক্তার। সেই বলটি ঠিকঠাক পা লাগাতে পারেননি তিনি।

খেলার ১৬ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগে আঘাত হানে ভারতের মেয়েরা। বাংলাদেশের ডিফেন্ডার রুমা বিপদমুক্ত করতে পারেননি। তার ভুলে বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন ভারতের পূজা। তার শটটি গোলবারের সামান্য বাইরে দিয়ে চলে যায়।  

প্রথমার্ধের শেষ দিকে জয়নব বিবির শট ঠেকান ভারতীয় গোলরক্ষক খুশি কুমারী। এরপর ক্রসবারের উপর দিয়ে যায় প্রীতির শট। প্রথমার্ধে গোল শূন্যে শেষ হয়। দ্বিতীয়ার্ধেও কয়েকটা সুযোগ পেয়েছিল বাংলাদেশ দল। খেলার ৫৪ মিনিটে রিতার পাসে বক্সে ফাঁকায় পেয়েছিলেন সাগরিকা। দূর্বল হেডে হতাশ করেন এই ফরোয়ার্ড। 

খেলার ৭৪ মিনিটে ভারতের আখিলা রাজনের আত্মঘাতী গোলে বাংলাদেশ এগিয়ে যায় (১-০)। বাংলাদেশির জ্যোতির ক্রস হেডে ক্লিয়ার করতে গেলে নিজেদের জালে বল পাঠিয়ে দেন ভারতীয় ডিফেন্ডার। তাতেই এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। বাকি সময়ে গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা। 

তিন ম্যাচে বাংলাদেশের এটি দ্বিতীয় জয়। এই জয়ে ছয় পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে স্বাগতিকরা।  রাউন্ড রবিন লিগে বাংলাদেশ নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে আগামী ২৮ মার্চ নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। 

Place your advertisement here
Place your advertisement here