• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

আঞ্চলিক ক্রিকেট কাঠামো বাস্তবায়নে কাজ শুরু করছে বিসিবি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২২  

Find us in facebook

Find us in facebook

দীর্ঘদিন ধরে ক্রিকেটের আঞ্চলিক অবকাঠামো নিয়ে আলোচনা চলছিল। এবার সেদিকেই আগাচ্ছে বিসিবি। খুব দ্রতই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

গত রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বার্ষিক সভাতেও আঞ্চলিক ক্রিকেট কাঠামো গড়ার খসড়া প্রস্তুত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা। আজ সোমবার গণমাধ্যমের সাথে আলাপকালে এসব তথ্য জানিয়েছেন সুজন। 

এ নিয়ে নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, 'রোববার নীতিমালার একটা খসড়া আনুমোদন হয়েছে। খুব দ্রুতই কমিটি গঠন করা হবে। আঞ্চলিক ক্রিকেটের নীতীমালায় যদি কোনো সংশোধনের প্রয়োজন হয় তবে সেটা ক্রিকেট বোর্ডই করবে।'

নতুন নীতিমালা গঠনের জন্য আঞ্চলিক ক্রিকেট কাঠামোর বাস্তবায়নে কোন প্রতিবন্ধকতা নেই বলেও জানিয়েছেন বিসিবির এই প্রধান নির্বাহী। এমনকি বিসিবি যত দ্রতসম্ভব কমিটি গঠনের কাজ শেষ করতে চায় বলেও জানান তিনি। 

সুজনের মতে, 'খসড়া নীতিমালা অনুযায়ী আঞ্চলিক ক্রিকেট কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই। এই ব্যাপারটা নিয়ে আমাদের অনেকদিনের পরিকল্পনা ছিল। আমরা চাই যত দ্রুত সম্ভব কমিটি গঠনের কাজ শেষ করতে।'

ক্রিকেটের আঞ্চলিক এই অবকাঠামো বাস্তবায়ন হলে দেশের ক্রিকেট উন্নয়নে অনন্য এক মাইল ফলক সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

Place your advertisement here
Place your advertisement here