• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

মায়ের অভিষেকে মেয়ের উচ্ছ্বাস

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ অক্টোবর ২০২২  

Find us in facebook

Find us in facebook

এশিয়া কাপ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছে পাকিস্তানের নারী আম্পায়ার সালিমা ইমতিয়াজের। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ২ নম্বর মাঠে ভারত ও শ্রীলংকা ম্যাচে প্রথম আন্তর্জাতিক অঙ্গনে নাম লেখান এ পাকিস্তানী নারী। 

মজার ব্যাপার এবারের এশিয়া কাপের পাকিস্তান দলে আছেন তারই মেয়ে কাইনাত ইমতিয়াজ। ৩০ বছর বয়সী এই পেসার পাকিস্তান নারী দলের হয়ে ১৫টি ওয়ানডে ও ২০টি টি-২০ খেলেছেন। আম্পায়ার হিসেবে নিজের মায়ের আন্তর্জাতিক অভিষেকে অভিনন্দন জানিয়েছেন কাইনাত।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি লিখেছেন, ‘আমার মায়ের অর্জনে আমি কতটা গর্বিত, বলে বোঝাতে পারব না। অসাধারণ অনুপ্রেরণাময় ব্যক্তিত্ব। পাকিস্তানকে আম্পায়ার হিসেবে প্রতিনিধিত্ব করা ছিল তার সব সময়ের স্বপ্ন। আজ তার অপেক্ষা ফুরাল। আমরা দুজনই একসঙ্গে পাকিস্তানের প্রতিনিধিত্ব করব। আমি রোমাঞ্চিত।’

নারী এশিয়া কাপে এবার ম্যাচ পরিচালনার কাজটা করছেন নারীরাই। এশিয়া কাপে মোট ৯ জন নারী আম্পায়ার ম্যাচ পরিচালনা করবেন। তাদের মধ্যে ভারতের আম্পায়ার ব্রিন্দা গানশিয়াম রাথি ও গায়েত্রী ভেনুগোপানাল আছেন। পাকিস্তানের সালিমা ইমতিয়াজের সঙ্গে আছেন হুমায়রা ফারাহ। শ্রীলংকার প্রতিনিধিত্ব করছেন লিন্ডামুলাগে দেদুনু ভিন্দা উইজায়ানথি ডি সিলভা ও নিমালি দিনুশি পেরেরা।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের নারী আম্পায়ার হেমাঙ্গি ইয়েরজাল, মালয়েশিয়ার নূর হিজরাহ আমাত সুজাঙ্গি ও কাতারের শিভানি মিশ্রা আছেন। এশিয়া কাপে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন শ্রীলংকার ভেনেসা রেচ ডি সিলভা ও ভারতের শারভা লক্ষ্মী গানডিকোটা।

Place your advertisement here
Place your advertisement here