• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

Find us in facebook

গেতাফের বিপক্ষে বিবর্ণ বার্সার ড্র

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ মে ২০২২  

Find us in facebook

Find us in facebook

লা লিগায় গেতাফের বিপক্ষে নিয়মিত একাদশের অনেক খেলোয়াড়দের ছাড়াই খেলতে নেমেছিল বার্সেলোনা। ফল হিসেবে ম্যাচ জুড়ে আক্রমণের অভাবে ভুগল কাতালান ক্লাবটি। গেতাফের বিপক্ষে লক্ষ্যে শট রাখতে পারল স্রেফ একটি। ফলে ধরা দিল না প্রত্যাশিত জয়।

গেতাফের মাঠে রোববার রাতে লা লিগার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। তবে অন্য ম্যাচের ফল পক্ষে আসায় জাভি হার্নান্দেজের দলের লা লিগায় রানার্সআপ হওয়া নিশ্চিত হয়ে গেল।
 
শিরোপাশূন‍্য মৌসুমে লা লিগায় শীর্ষ চারে থেকে বার্সেলোনার আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত হয়েছিল আগেই। এবার রানার্সআপ হয়ে চার দলের স্প‍্যানিশ সুপার কাপে জায়গা করে নিল তারা।

টানা তিন জয়ের পর পয়েন্ট হারাল কাতালান দলটি। ম্যাচ বাকি আর একটি। ৩৭ ম্যাচে ২১ জয় ও ১০ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৭৩।

একই সময়ে হওয়া আরেক ম্যাচে সেভিয়ার সঙ্গে ১-১ ড্র করা অ্যাথলেটিকো মাদ্রিদ ৬৮ পয়েন্ট নিয়ে তিনে আছে। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে চারে থাকা সেভিয়ার নিশ্চিত হয়েছে চ্যাম্পিয়ন্স লিগে খেলা।আগেই শিরোপা জেতা রিয়াল মাদ্রিদ ১-১ ড্র করেছে কাদিসের মাঠে। কার্লো আনচেলত্তির দলের পয়েন্ট ৮৫।

চোট ও নিষেধাজ্ঞায় বেশ কয়েক জন খেলোয়াড় হারানোয় ‘বি’ দলের পাঁচ ফুটবলারকে এই ম্যাচের স্কোয়াডে ডাকেন বার্সেলোনা কোচ। এর মধ্যে স্প্যানিশ লেফট-ব্যাক আলেহান্দ্রো বাল্দেকে রাখেন শুরুর একাদশে।

বল দখলে বার্সেলোনা শুরু থেকে একচেটিয়া আধিপত্য করলেও প্রথমার্ধে তাদের আক্রমণে ছিল না ধার। প্রথম ৪০ মিনিটে গোলের জন্য শটই নিতে পারেনি তারা। বিরতির আগে দুটি শট নিলেও লক্ষ্যে ছিল না।

প্রথমার্ধে বরং আক্রমণে আধিপত্য দেখায় গেতাফে। এই সময়ে তাদের আট শটের তিনটি ছিল লক্ষ্যে। যদিও সেগুলো খুব একটা ভাবাতে পারেনি মার্ক আন্দ্রে টের স্টেগেনকে, সহজেই ঠেকিয়ে দেন জার্মান গোলরক্ষক।

৪৮তম মিনিটে প্রথম লক্ষ্যে শট রাখতে পারে বার্সেলোনা। ডি-বক্সের সামনে পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের ব্যাকহিল ফ্লিকে বল পেয়ে ফেররান তরেসের নেয়া শট ঠেকাতে বেগ পেতে হয়নি গেতাফের গোলরক্ষককে।

৬২তম মিনিটে অবামেয়াংকে তুলে তরুণ ফরোয়ার্ড আনসু ফাতিকে নামান জাভি। আক্রমণে ধার যদিও তেমন বাড়েনি। বাকি সময়ে পরিষ্কার কোনো সুযোগই তৈরি করতে পারেনি সফরকারীরা।

মূল্যবান এই এক পয়েন্টে আগামী মৌসুমে লা লিগায় টিকে থাকা নিশ্চিত হয়েছে গেতাফের। ৩৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে তারা। শেষ রাউন্ডে আগামী রোববার ন্যু ক্যাম্পে ভিয়ারিয়ালের বিপক্ষে খেলবে বার্সেলোনা।

Place your advertisement here
Place your advertisement here