• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

৩৩ বছরেই আম্পায়ারিংয়ে পেসার সাজেদুল

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২১  

Find us in facebook

Find us in facebook

আম্পায়ারিং পেশা হিসেবে ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বাংলাদেশের সাবেক পেসার ৩৩ বছর বয়সী সাজেদুল ইসলাম। আজ বৃধবার বিকেএসপিতে শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় সিলেট ও বরিশাল অনূর্ধ্ব-১৮ দলের ম্যাচে আম্পায়ার হিসেবে অভিষেক ঘটে সাজেদুলের।

এনামুল হক মনির পর বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ক্রিকেটার হিসেবে আম্পায়ারিংয়ের দায়িত্ব গ্রহণ করলেন তিনি।

২০০৮ সালে ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় সাজেদুলের। ২০১৩ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামেন তিনি। তিন টেস্টে তিন উইকেট নেন সাজেদুল। এক টোয়েন্টিতে উইকেট শিকারের স্বাদ পাননি তিনি। ২০১৩ সালে জিম্বাবুয়ে সফরে জাতীয় দলের হয়ে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেন সাজেদুল। অভিষেক হওয়া টি-টোয়েন্টি ম্যাচই ছিলো সাজেদুলের সর্বশেষ ম্যাচ।

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ ছিলেন সাজেদুল। ৯৯টি প্রথম শ্রেণির ক্রিকেটে ২৪১ উইকেট ও ৫৫টি লিস্ট ‘এ’ ক্রিকেটে ৬৭টি উইকেট নিয়েছেন তিনি। ৭ টিটোয়েন্টি ম্যাচে ছয় উইকেটও নিয়েছেন সাজেদুল।

Place your advertisement here
Place your advertisement here