• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের আজকের সম্ভাব্য একাদশ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ জুলাই ২০২১  

Find us in facebook

Find us in facebook

সফরকারী বাংলাদেশের কাছে টেস্ট ও ওয়ানডে সিরিজে অসহায় আত্মসমর্পন করলেও টি-টোয়েন্টি সিরিজটি জমিয়ে তুলেছে স্বাগতিক জিম্বাবুয়ে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ে জেতায় দুদলের মধ্যকার আজকের তৃতীয় ও শেষ ম্যাচটি রূপ নিয়েছে ফাইনালে। আজকের বিজয়ী দলের অধিনায়কই উচিয়ে ধরবেন টি-টোয়েন্টি সিরিজের ট্রফিটি।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হবে ম্যাচটি। গত ম্যাচের ভুল শুধরে ‘ফাইনাল’টি জিততে চায় টাইগাররা। এই ম্যাচে বাংলাদেশই ফেভারিট হিসেবে নামবে। তবে জিম্বাবুয়েও চাইবে মরণ কামড় বসাতে। উল্লেখ্য যে, টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পায় ৮ উইকেটে। অন্যদিকে, দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ে জয়লাভ করে ২৩ রানে।

আজকের ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ:

মোহাম্মদ নাঈম, সৌম্য  সরকার, মেহেদি হাসান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামিম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ/মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

Place your advertisement here
Place your advertisement here