• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

স্পেনের বিপক্ষে ক্রোয়েশিয়ার দুর্দান্ত জয়

দৈনিক রংপুর

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবে স্পেনের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে ক্রোয়েশিয়া।

বৃহস্পতিবার রাতে উয়েফা নেশন্স লিগে ‘এ’ লিগের গ্রুপ-৪এ ৩-২ গোলে জেতে রাশিয়া বিশ্বকাপের রানার্সআপরা। সেপ্টেম্বরে জ্লাতকো দালিচের দলকে ঘরের মাঠে পেয়ে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল স্পেন।

দলের শেষ দুই গোল করে ক্রোয়েশিয়ার জয়ের নায়ক এই ম্যাচের আগে আন্তর্জাতিক ফুটবলে জালের দেখা না পাওয়া তিন ইয়াদভাই।

প্রথমার্ধে একচেটিয়া বল দখলে রাখা স্পেন ৪৫তম মিনিটে প্রথম লক্ষ্যে শট নেয়। ১৫ গজ দূর থেকে ইসকোর সেই শট কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক লোভরে কালিনিচ।

 

1.স্পেনের বিপক্ষে ক্রোয়েশিয়ার দুর্দান্ত জয়

দ্বিতীয়ার্ধের নবম মিনিটে অবশেষে গোলের দেখা মেলে। বাঁ দিক থেকে পেরিসিচের হেডে বাড়ানো বল ডি-বক্সে ফাঁকায় পেয়ে কোনাকুনি শটে ঠিকানায় পাঠান হফেনহাইম ফরোয়ার্ড আনদ্রেই ক্রামারিচ।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আসে ব্যবধান গড়ে দেওয়া গোল। রেবিচের বদলি নামা মিডফিল্ডার ইয়োসিপ ব্রেকালোর শট দারুণ নৈপুণ্যে দে হেয়া রুখে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বল কোনাকুনি শটে জালে পাঠান বায়ার লেভারকুসেনের ডিফেন্ডার ইয়াদভাই।

চার ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে স্পেন। তিনটি করে ম্যাচ খেলা ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার পয়েন্ট সমান ৪ করে। শেষ ম্যাচে মুখোমুখি হবে তারা।

‘এ’ লিগের গ্রুপ ২-এ জয়ের ধারা ধরে রেখেছে বেলজিয়াম। আইসল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে রাশিয়া বিশ্বকাপে তৃতীয় হওয়া দলটি। তিন ম্যাচে তাদের পয়েন্ট ৯।

এদিকে, প্রীতি ম্যাচে রাশিয়ার বিপক্ষে ৩-০ গোলে দারুন জয় পেয়েছে জার্মানি। জালের দেখা পেয়েছেন গোল করেন লেরয় সানে, নিকোলাস জুলে ও সের্জ নাব্রি।

 

2.স্পেনের বিপক্ষে ক্রোয়েশিয়ার দুর্দান্ত জয়

টানা দুই হারের পর জয় নিয়ে মাঠ ছাড়ে ২০১৪ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।

Place your advertisement here
Place your advertisement here