• বুধবার ০৯ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৪ ১৪৩১

  • || ০৪ রবিউস সানি ১৪৪৬

Find us in facebook

ফেসবুক ও মেসেঞ্জারে ‘চ্যানেল’ সুবিধা চালু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

সোশ্যাল মিডিয়া প্ল্য্যাটফর্ম ফেসবুক ও মেসেজিং অ্যাপ মেসেঞ্জারে এবার ‘ব্রডকাস্ট চ্যানেল’ সুবিধা এনেছে মেটা। এই ফিচারের মাধ্যমে কোনো একক ব্যক্তি একইসঙ্গে তার সকল ফলোয়ারের কাছে বার্তা পৌঁছানোর সুবিধা পাবেন।

অনলাইনের প্রতিযোগিতামূলক বাজারে ব্যবহারকারীদের সম্পৃক্ততা বাড়াতে প্রায়ই বিভিন্ন নতুন ফিচার চালু করে থাকে সামাজিক মাধ্যম কোম্পানিগুলো। এর আগে হোয়াটসঅ্যাপে ‘চ্যানেল’ ফিচার চালু করে মেটা।

রয়টার্স বলছে, প্রতিদ্বন্দ্বী মেসেজিং সেবা টেলিগ্রামে এই ফিচারের মাধ্যমে গোটা বিশ্বের সঙ্গে যোগাযোগ করে থাকে ফিলিস্তিনের সশস্ত্র মুক্তিকামী দল হামাস, যা ইসরায়েল ও ফিলিস্তিনের চলমান সংঘাতেও বড় ভূমিকা রেখেছে। এমন বাস্তবতাতেই নতুন এই ফিচারের ঘোষণা দিল মেটা।

মেটা জানিয়েছে, আমরা এখন বিভিন্ন পেইজের জন্য ব্রডকাস্ট চ্যানেল তৈরির সুবিধা পরীক্ষা করছি। এটি চালু হতে পারে আগামী কয়েক সপ্তাহে।

গত মাসে মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপে দেড়শ’র বেশি দেশের ব্যবহারকারীদের জন্য চ্যানেলস ফিচারটি চালু করেছে মেটা। এমনকি ইনস্টাগ্রামেও ব্যবহার করা যায় এটি।

Place your advertisement here
Place your advertisement here