• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

সাড়ে পাঁচশ টাকায় গুগলের ফোর-জি ফোন!

দৈনিক রংপুর

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

মাত্র সাড়ে পাঁচশ টাকায় ফোর-জি ফোন! অবিশাস্য হলেও এমন একটি ফিচার ফোন বাজারে এনেছে গুগল। ফিচার ফোন হলেও ব্যবহারকারীরা ফোর-জি কানেক্টিভিটির সুবিধা পাবেন এই ফোনে।

উইজফোন ডব্লিউপি০০৬ মডেলের এই ফোনটি ইন্দোনেশিয়ার বাজারে এনেছে গুগল। ফোনটিতে কাইওএস প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এতে গুগল অ্যাসিস্ট্যান্টের জন্যেও রয়েছে একটি আলাদা বাটন। এর মাধ্যমে গুগলের সাহায্যে ভয়েস কল করা, গান শোনা বা ভিডিও দেখা যাবে। তবে আপাতত ইন্দোনেশিয়ার বাজারে ছাড়া হয়েছে ফোনটি।

ফোর-জি কানেক্টিভিটি থাকায় এতে ব্যবহার করা যাবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব। দীর্ঘ সময় চার্জ ধরে রাখতে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ১৮০০ এমএএইচ ব্যাটারি। ৪ জিবি ইন্টারনাল স্টোরেজের হ্যান্ডসেটটির র‌্যাম ৫১২ এমবি। এছাড়াও এক্সটারনাল মেমোরি কার্ডের ব্যবহারে বাড়িয়ে নেয়া যাবে স্টোরেজের ক্ষমতা।

যদিও মোবাইলটির ক্যামেরার মান তেমন উন্নত নয়। ফোনের পিছনে ২ মেগাপিক্সেল এবং সেলফি তোলার জন্য রয়েছে ভিজিএ ক্যামেরা। ফোনটির আসল চমক রয়েছে এর দামে। মাত্র ৯৯,০০০ ইন্দোনেশিয়ান রুপির (বাংলাদেশি ৫৭১ টাকা) বিনিময়েই পাওয়া যাবে গুগলের এই ফোনটি।

Place your advertisement here
Place your advertisement here