• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

মাত্র ১০ সেন্টেই পড়া যায় অন্যের ফেসবুক মেসেজ!

দৈনিক রংপুর

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

বিশ্বের কিছু দেশের ফেসবুক ব্যবহারকারীদের অ্যাকাউন্টে ঢোকার সুযোগ করে দিচ্ছে হ্যাকররা। মাত্র ১০ সেন্টের বিনিময়ে কারো অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ দিচ্ছে তারা। এখন পর্যন্ত ৮১ হাজার ব্যবহারকারীর ব্যক্তিগত মেসেজ হ্যাকাররা বিক্রি করেছে।

বিবিসি জানায়, ১২ কোটি ফেসবুক গ্রাহক এই অ্যাকাউন্ট হ্যাকড এর শিকার হয়েছেন। এর মধ্যে ৮১ হাজার অ্যাকাউন্টকে নমুনা হিসেবে তুলে ধরা হয়েছে। এখন পর্যন্ত যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ব্রাজিলের গ্রাহকদের অ্যাকাউন্টে এই ঘটনা ঘটেছে।

এদিকে খবরটি প্রকাশিত হতেই ফেসবুক নড়েচড়ে বসেছে। প্রতিষ্ঠানটির প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট গাই রোজ বলেন, ফেসবুকের কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। হ্যাকাররা আসলে ভাইরাস আক্রান্ত ব্রাউজার এক্সটেনশনের সাহায্যেই হ্যাক করছে অ্যাকাউন্ট।

তিনি বলেন, আমরা পুলিশ এবং সাইবার বিভাগগুলোর সঙ্গে যোগাযোগ করেছি, যাতে হ্যাক করে ডিসপ্লে অ্যাকাউন্টগুলো দ্রুত ওয়েবসাইট থেকে সরানো হয়।

এ বছরের সেপ্টেম্বরেই পাঁচ কোটি ফেসবুক গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। সে সময় ফেসবুক নিরাপত্তা ব্যবস্থা আরো মজবুত করার কথা জানিয়েছিল।

Place your advertisement here
Place your advertisement here