• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook

বাংলাদেশসহ পাঁচ দেশের ওমরাহ যাত্রীদের জন্য নতুন নিয়ম

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২২  

Find us in facebook

Find us in facebook

বাংলাদেশসহ পাঁচ দেশের ওমরাহ যাত্রীদের জন্য নতুন নিয়ম                  
সৌদি আরব ওমরাহ পালনের ক্ষেত্রে বাংলাদেশসহ পাঁচ দেশের জন্য নতুন নিয়ম চালুর ঘোষণা দিয়েছে। অনলাইনে ওমরাহ ভিসার ক্ষেত্রে এই পাঁচ দেশের নাগরিকদের জন্য ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ বাধ্যতামূলক করা হয়েছে। 
 
অন্যদেশগুলো হলো- তিউনিসিয়া, যুক্তরাজ্য, কুয়েত ও মালয়েশিয়ার নাগরিকদের জন্য ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ বাধ্যতামূলক করা হয়েছে।  

সৌদি গেজেট সূত্রে জানা যায়, সৌদি আরবের বিমানবন্দরে ওমরাহ পালনকারী যাত্রীদের দুর্ভোগ কমাতে আঙুলের ছাপ যুক্ত করার নিয়ম করা হয়েছে। তাছাড়া ওমরাহযাত্রীদের জন্য ডিজিটাল সেবা নিশ্চিত করতে এই নিয়ম করা হয়েছে বলে জানিয়েছে সৌদির ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহযাত্রীরা ঘরে বসেই মোবাইলের মাধ্যমে আঙুলের ছাপ দিতে পারবেন। এর জন্য ‘সৌদি ভিসা বায়ো’ নামের অ্যাপ ডাউনলোড করে ‘ভিসা টাইপ’ বেছে নিতে হবে। এরপর তথ্য যাচাইয়ের জন্য পাসপোর্ট স্ক্যানে চাপ দিয়ে আবেদনকারীকে সামনের ক্যামেরা থেকে পুরো মুখের ছবি তুলতে হবে। তা পাসপোর্টের ব্যক্তিগত ছবির সঙ্গে মিলতে হবে। সর্বশেষ ক্যামেরার মাধ্যমে ১০ আঙুলের ছাপ স্ক্যান করে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

সূত্র : সৌদি গেজেট

Place your advertisement here
Place your advertisement here