• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

অসুস্থ ব্যক্তির পাশে যে দোয়া পড়বেন 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ নভেম্বর ২০২১  

Find us in facebook

Find us in facebook

অসুস্থ ও মৃতব্যক্তির কাছে গেলে তাদের জন্য ভালো দোয়া করা সুন্নাত। এমনই একটি ছোট্ট দোয়া পড়তে বলেছেন তিনি। এতে অসুস্থ ও মৃতব্যক্তির যেমন কল্যাণ হয়; তেমনি যে দোয়া করে তার জন্যও রয়েছে অনেক বেশি উপকারিতা। যা প্রমাণিত হয়েছে উম্মুল মুমিনিন হজরত উম্মে সালামা (রা.) এর জীবনে। 

অসুস্থ ও মৃতব্যক্তির পাশে পড়ার দোয়াটি হচ্ছে-
কেউ অসুস্থ হলে কিংবা মারা গেলে তার পাশে গিয়ে এ ছোট্ট দোয়াটি করার কথা বলেছেন বিশ্বনবী-    

اَللَّهُمَّ اغْفِرلِى وَ لَهُ وَ اَعْقِبْنِىْ مِنْهُ عُقْبَى حَسَنَةً

উচ্চারণ : ‘আল্লাহুম্মাগফির লি ওয়া লাহু; ওয়া আকিবনি মিনহু উকবা হাসানাহ’

অর্থ : ‘হে আল্লাহ! আমাকে ও তাকে (অসুস্থ ও মৃতব্যক্তিকে) ক্ষমা করে দিন! আর আমাকে উত্তম বিকল্প ব্যবস্থা করে দিন।’ (মুসলিম)

হাদিসে ঘোষিত দোয়াটি অসুস্থ, মৃতব্যক্তি ও নিজের জন্য খুবই চমৎকার। বাস্তবেও এ দোয়াটির প্রতিফলন ঘটেছিল উম্মুল মুমিনিন হজরত উম্মু সালামা (রা.) এর জীবনে। তিনি নিজেই হাদিসটি বর্ণনা করেছেন এভাবে-

হজরত উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল (সা.) বলেছেন, ‘তোমরা অসুস্থ বা মৃতব্যক্তির কাছে গেলে ভালো দোয়া করবে, কারণ তোমরা যা বলো, তোমাদের বলার সঙ্গে ফেরেশতারা ‘আমিন’ (এমনটিই হোক) বলে থাকে।’

হজরত আবু সালামা (রা.)  এর মৃত্যুর পর আমি নবী (সা.) এর কাছে এসে বলি- ‘হে আল্লাহর রাসুল! আবু সালামা মারা গেছে।’ (তখন) নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তুমি বল-

اَللَّهُمَّ اغْفِرلِى وَ لَهُ وَ اَعْقِبْنِىْ مِنْهُ عُقْبَى حَسَنَةً

উচ্চারণ : ‘আল্লাহুম্মাগফির লি ওয়া লাহু; ওয়া আকিবনি মিনহু উকবা হাসানাহ’

অর্থ : ‘হে আল্লাহ! আমাকে ও তাকে (অসুস্থ ও মৃতব্যক্তিকে) ক্ষমা করে দিন! আর আমাকে উত্তম বিকল্প ব্যবস্থা করে দিন।

আমি এ দোয়া পড়ার প্ররিপ্রেক্ষিতে আল্লাহ তায়ালা আমাকে তার চেয়ে উত্তম বিকল্প দিয়েছেন; আর তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ  (সা.) ।’ (মুসলিম)

সুতরাং মুমিন মুসলমানের উচিত, কেউ অসুস্থ হলে বা মারা গেলে তার কাছে যাওয়া। তার জন্য দোয়া করা। নিজের জন্য দোয়া করা। হাদিসের উপর আমল করা। কেননা ওই সময়ে দোয়ার সঙ্গে ফেরেশতারা আমিন বলে থাকেন। আর তাতে মহান আল্লাহ বান্দার ওই দোয়া কবুল করে নেন।

আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে অসুস্থ ও মৃতব্যক্তির জন্য কল্যাণের দোয়া করার তাওফিক দান করুন। নিজের জন্য কল্যাণের দোয়া করার তাওফিক দান করুন। আমিন।

Place your advertisement here
Place your advertisement here