• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

হজের খরচ বাড়ছে

দৈনিক রংপুর

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

সৌদি আরবে পরিবহন ও আবাসন খরচসহ অন্যান্য ব্যয় বাড়ায় ২০১৯ সালে পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশিদের খরচ বাড়ছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এছাড়া এই হজ পালনে আগামী ১৩ ডিসেম্বর দেশটির সঙ্গে হজ চুক্তি সম্পন্ন হবে বলেও জানায় মন্ত্রণালয়।

রোববার রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা-২০১৮’ শীর্ষক অনুষ্ঠানে এ তথ্য জানান ধর্মসচিব মো. আনিছুর রহমান।

সচিব জানান, আগামী বছরে হজ পালনের জন্য গেল বছরের একই সময়ে তুলনায় এবারের চুক্তি এক মাস আগেই হচ্ছে। আগামী ১৩ ডিসেম্বর সৌদি আরবের রিয়াদ অথবা জেদ্দায় এ চুক্তি হতে যাচ্ছে।

তিনি বলেন, ২০১৯ সালের হজ প্যাকেজে বাংলাদেশি হজ যাত্রীদের বাড়তি টাকা গুনতে হবে। পরিবহন, আবাসনসহ অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় এ খরচ বাড়ছে। তবে এবার হজের খরচ কেমন হতে পারে, সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

সচিব জানান, সৌদি আরবে পরিবহন ব্যয় প্রায় তিনগুণ বেড়েছে। পাশাপাশি অন্যান্য আনুষাঙ্গিক ব্যয়ও বেড়েছে। তাই আমাদের বাড়তি টাকা গুণতে হবে। এছাড়া হজযাত্রীদের বাড়তি চাপের কারণে এবার তাদের আবাসনে দ্বিতল খাট ব্যবহার করা হতে পারে। যেটা পাকিস্তান এবং ভারতের হাজিদের জন্য ছিল। এবার বাংলাদেশিদেরও এটা মেনে নিতে হবে।

আনিছুর রহমান আরো জানান, হজ নীতিমালা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জানুয়ারিতেই (২০১৯) এই নীতিমালা উপস্থাপন করা হবে।

অনুষ্ঠানে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, কারোর কোনো ত্রুটি থাকলে তা হজযাত্রার আগেই সমাধান করতে হবে। হাজিদের যাত্রা সুষ্ঠু ও নিরাপদ করতে আমরা বদ্ধপরিকর।

এদিকে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, দেশ থেকে অনেকে আছেন, যারা আগে আগে হজে যেয়ে বিভিন্ন অপরাধে জড়িয়ে যান। এতে হাজিরা অনেক ভোগান্তির মধ্যে পড়েন।

এর পরিপ্রেক্ষিতে আপদকালীন সময়ের জন্য হাজিদের জন্য একটি ফান্ড গঠন করা যেতে পারে বলে মন্তব্য করেন।

হজ ক্যাম্পের পরিচালক মো. সাইফুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেদ্দা হজ কার্যালয়ের পরামর্শক এফ এম বোরহান উদ্দিন, বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক শেখ মুজিবুর রহমান, সেনাবাহিনীর হজদলের সমন্বয়ক মেজর জায়েদুল আলম, হজ এজেন্সি অব বাংলাদেশ (হাব)- এর মহাসচিব শাহাদাত হোসেন তসলিম প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here