• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook

দৈনিক রংপুরের আয়োজনে প্রবন্ধ প্রতিযোগিতা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২১  

Find us in facebook

Find us in facebook

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দৈনিক রংপুরের আয়োজনে একটি প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যে কোন বয়সের মানুষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। প্রবন্ধ প্রতিযোগিতার বিষয়ঃ “স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের অগ্রযাত্রা”। নিচে এই প্রতিযোগিতার বিস্তারিত নিয়মাবলী দেওয়া হল –

১) স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের অগ্রযাত্রা – এই বিষয়ের ওপর ভিত্তি করে যে কোন লেখা জমা দেওয়া যাবে।

২) লেখা সর্বনিম্ন ১০০০ শব্দের হতে হবে। অর্থাৎ ১০০০ শব্দের নিচের কোন লেখা প্রবন্ধ হিসেবে বিবেচিত হবে না।

৩) লেখা সম্পূর্ণ নিজের হতে হবে। অন্য কোথাও থেকে কপি করলে বা নকল করলে, সেই লেখা বাতিল হয়ে যাবে এবং সে দৈনিক রংপুর কর্তৃক আয়োজিত ভবিষ্যৎ সবধরনের প্রতিযোগিতা থেকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষিত হবে।

৪) প্রতিযোগীকে তার নির্দিষ্ট লেখা, পাসপোর্ট সাইজ ছবির স্ক্যান কপি এবং নিচের তথ্যগুলোসহ আগামী ২৫ নভেম্বর রাত ১২টার মধ্যেই [email protected] এই ঠিকানায় ইমেইল করতে হবে।

  • পূর্ণ নাম
  • পেশা
  • ছাত্র / ছাত্রী হলে- স্কুল / কলেজ / বিশ্ববিদ্যালয়ের নাম, সাবজেক্ট এবং বর্ষ উল্লেখ করতে হবে।
  • মোবাইল নাম্বার
  • ফেসবুক প্রোফাইল লিংক

৫) পুরষ্কার হিসেবে থাকছে-

  • ১ম পুরষ্কার – লেখা দৈনিক রংপুরে ছবিসহ প্রকাশ করা হবে এবং বিজয়ীকে ২০০০ টাকা বিকাশের মাধ্যমে প্রদান করা হবে।
  • ২য় পুরষ্কার – লেখা দৈনিক রংপুরে ছবিসহ প্রকাশ করা হবে এবং বিজয়ীকে ১০০০ টাকা বিকাশের মাধ্যমে প্রদান করা হবে।
  • ৩য় পুরষ্কার – লেখা দৈনিক রংপুরে ছবিসহ প্রকাশ করা হবে এবং বিজয়ীকে ৫০০ টাকা বিকাশের মাধ্যমে প্রদান করা হবে।

৬) এই প্রতিযোগিতার উদ্দেশ্যে জমা দেওয়া সকল লেখা দৈনিক রংপুরের স্বত্ব হিসেবে বিবেচিত হবে এবং এই লেখা দৈনিক রংপুর কর্তৃপক্ষ যে কোন কাজে ব্যবহারের ক্ষমতা সংরক্ষণ করবেন। এই প্রতিযোগিতার উদ্দেশ্যে জমা দেওয়া সকল লেখা, পরবর্তীতে আর কোথাও প্রকাশের উদ্দেশ্যে বা অন্য কোন প্রতিযোগিতায় অংশ নেওয়ার উদ্দেশ্যে জমা দেওয়া যাবে না।

৭) প্রতিযোগিতার ফলাফল এবং প্রতিযোগিতার যে কোন ধরণের নিয়মাবলী পরিবর্তনের ক্ষমতা দৈনিক রংপুর কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

৮) বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে দৈনিক রংপুর কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

Place your advertisement here
Place your advertisement here