• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

ঠাকুরগাঁওয়ে “আত্নকথন” উদ্বোধন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৪  

Find us in facebook

Find us in facebook

জীবত বীর মুক্তিযোদ্ধাদের আবেক, অনুভতি, স্মৃতি, দু:খ, কষ্ট, বেদনা ও ঘটনাবলী নিয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত “আত্নকথন” শীর্ষক ভিডিও কথনের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে এই “আত্নকথন” এর উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মো: হাবিবুর রহমান।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা শাখা এনএসআই ঠাকুরগাঁওয়ের যুগ্ন পরিচালক হেমায়েত হোসেন, পীরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা একরামুল হক, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক দীপক কুমার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুবত চন্দ্র, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জেলা, উপজেলার বীরমুক্তিযোদ্ধাগণ এবং প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সংবাদ কর্মীগণ উপস্থিত ছিলেন।

Place your advertisement here
Place your advertisement here