• শনিবার ০৫ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২০ ১৪৩১

  • || ৩০ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

নীলফামারীতে ৩৮ মামলার আসামি গ্রেফতার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

নীলফামারীর কিশোরগঞ্জ উপজলার দুই বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাসহ ৩৮ মামলার পলাতক আসামি মবু ওরফে মবু ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।  

রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (১৮ নভেম্বর) রাতে কাউয়ার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

মবু একই উপজেলার উত্তর কালিকাপুর হাড়িবেচাটারী গ্রামের মোজাম্মেল হকের ছেলে। বর্তমানে কাউয়ার মোড় এলাকায় পরিবারসহ তিনি বসবাস করছেন।

কিশোরগঞ্জ থানার ওসি পলাশ চন্দ্র মণ্ডল জানান, দুই বছরের সাজাপ্রাপ্ত ও ১০ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত পলাতক সাজাপ্রাপ্ত আসামি মবু ডাকাতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া তার নামে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, অস্ত্র ও মাদক আইনসহ ৩৮টি মামলা রয়েছে।

Place your advertisement here
Place your advertisement here