• মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৯ ১৪৩০

  • || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম: প্রধানমন্ত্রী পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস কুড়িগ্রামে কবর খুঁড়তেই বেরিয়ে এলো সাদা কাপড়ে মোড়ানো পুতুল-তাবিজ গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার রংপুরে স্পিকার, বাণিজ্যমন্ত্রীসহ ১৫ প্রার্থীর মনোনয়ন বৈধ

পাটগ্রামে বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

লালমনিহাটের পাটগ্রামে বিজিবি- বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছ।  

বুধবার (২৫ অক্টোবর) সীমান্তের ৮১২ নম্বর প্রধান পিলারের বাংলাদেশের অভ্যন্তরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের পানবাড়ি বিজিবি কোম্পানি ক্যাম্পে সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত চার ঘন্টাব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। 

এতে ভারতের ২৯ বিএসএফ সদস্যদের পক্ষে নের্তৃত্ব দেন ৬ বিএসএফ ব্যাটালিয়নের কমাড্যান্ট শ্রী খানিন্দ্র চৌধুরী ও ৪০ বিএসএফ ব্যাটালিয়নের কমাড্যান্ট শ্রী ভিজেন্দ্র কুমার কাসানা। অপর দিকে বাংলাদেশের পক্ষে নের্তৃত্ব দেন রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এ এফ এম আজমল হোসেন খান।  

এ সময় বিএসএফের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন ২৯ সদস্য ও বিজিবির রংপুর হেডকোয়ার্টার রিজিয়নের প্রতিনিধি লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ ও ৫১ বিজিবি ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর এবিএম শাহরিয়ার সুমনসহ ১৯ সদস্য সভায় অংশ নেন। 

সভায় সীমান্ত সংক্রান্ত দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিবিধ বিষয়াদি বিজিবি ও বিএসএফ কর্তৃক উত্থাপিত বিভিন্ন পয়েন্ট সমূহের উপর ফলপ্রসূ আলোচনা হয়।  দুই পক্ষই  বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত চুক্তি ১৯৭৫ ও সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা (সিবিএমপি) অনুযায়ী উদ্ভুত যে কোন সমস্যার দ্রুত সমাধানে কোম্পানি এবং ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে আলোচনা ও পতাকা বৈঠক মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানের লক্ষ্যে উভয় বাহিনী ঐক্যমত পোষণ করেন। 

Place your advertisement here
Place your advertisement here