– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
  • শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৮ ১৪৩০

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
স্বাস্থ্যসেবা নিশ্চিতে আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর দিনাজপু‌রে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর রংপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ছাত্রলীগ সভাপতি ‘সিন্ডিকেটের কারসাজিতে আলুর বাজার নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটছে’ অপহরণ নাটক সাজিয়ে স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

কুড়িগ্রামে বিভিন্ন অপরাধে একদিনে গ্রেফতার ১৬

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৬ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ ও জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন অপরাধের আসামি।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে এক বার্তায় এসব তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্টে চারজন আসামিকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে রাজারহাট থানায় একজন, উলিপুর থানায় দুইজন, নাগেশ্বরী থানায় একজন আসামিকে গ্রেফতার করা হয়।

এছাড়াও সিআর ওয়ারেন্ট মুলে সদর থানায় একজন, ভুরুঙ্গামারী থানায় দুইজন, রৌমারী থানায় একজন, নিয়মিত মামলায় সাতজন, সাজা জিআর ওয়ারেন্ট মুলে সদর থানায় একজনসহ মোট ১৬ জন আসামিকে গ্রেফতার করে পুলিশ।

এ প্রসঙ্গে, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন বলেন, চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতনসহ শান্তি বিনষ্টকারী, উগ্রবাদ ও সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ। নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Place your advertisement here
Place your advertisement here