– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
  • শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৭ ১৪৩০

  • || ০৬ রবিউল আউয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
স্বাস্থ্যসেবা নিশ্চিতে আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর দিনাজপু‌রে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর রংপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ছাত্রলীগ সভাপতি ‘সিন্ডিকেটের কারসাজিতে আলুর বাজার নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটছে’ অপহরণ নাটক সাজিয়ে স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

ঠাকুরগাঁওয়ে তীব্র তাপদাহ, ডেঙ্গুর প্রকোপের আশঙ্কা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ জুন ২০২৩  

Find us in facebook

Find us in facebook

তীব্র তাপপ্রবাহে ঠাকুরগাঁওয়ে ডেঙ্গুর প্রভাব বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকেরা। সংক্রামক ব্যাধি ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে করা হয়েছে আলাদা ওয়ার্ড। আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য নেয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। 

অপরদিকে ডেঙ্গু থেকে বাঁচতে আশপাশের ঝাঁপ জোড় পরিষ্কার, দূষিত পানি অপসারণে মাইকিং, লিফলেট বিতরণসহ নানাভাবে প্রচারণা চালানোর প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন ও সিভিল সার্জন।


ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরো তদারকির দাবি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের। 

২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. ফিরোজ জামান বলেন, সংক্রমিত রোগীদের জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে। এ বছরে তিনজন ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসে চিকিৎসাধীন ছিলেন। তারা সবাই সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। চিকিৎসা দেওয়ার জন্য সব প্রস্তুতি নেয়া হয়েছে।

ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা নুর নেওয়াজ আহমেদ বলেন, তাপদাহ বেশি হওয়ায় ডেঙ্গুর প্রকোপতা বেড়েছে। যারা ভর্তি হয়েছিলেন তারা সবাই ঢাকা ফেরত। জনসাধারণকে সচেতন করতে আগামী সপ্তাহে মাইকিং, লিফলেটসহ গণমাধ্যমে প্রচার প্রচারণা চালানো হবে।  

Place your advertisement here
Place your advertisement here