• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ঠাকুরগাঁওয়ে তীব্র তাপদাহ, ডেঙ্গুর প্রকোপের আশঙ্কা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ জুন ২০২৩  

Find us in facebook

Find us in facebook

তীব্র তাপপ্রবাহে ঠাকুরগাঁওয়ে ডেঙ্গুর প্রভাব বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকেরা। সংক্রামক ব্যাধি ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে করা হয়েছে আলাদা ওয়ার্ড। আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য নেয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। 

অপরদিকে ডেঙ্গু থেকে বাঁচতে আশপাশের ঝাঁপ জোড় পরিষ্কার, দূষিত পানি অপসারণে মাইকিং, লিফলেট বিতরণসহ নানাভাবে প্রচারণা চালানোর প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন ও সিভিল সার্জন।


ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরো তদারকির দাবি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের। 

২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. ফিরোজ জামান বলেন, সংক্রমিত রোগীদের জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে। এ বছরে তিনজন ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসে চিকিৎসাধীন ছিলেন। তারা সবাই সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। চিকিৎসা দেওয়ার জন্য সব প্রস্তুতি নেয়া হয়েছে।

ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা নুর নেওয়াজ আহমেদ বলেন, তাপদাহ বেশি হওয়ায় ডেঙ্গুর প্রকোপতা বেড়েছে। যারা ভর্তি হয়েছিলেন তারা সবাই ঢাকা ফেরত। জনসাধারণকে সচেতন করতে আগামী সপ্তাহে মাইকিং, লিফলেটসহ গণমাধ্যমে প্রচার প্রচারণা চালানো হবে।  

Place your advertisement here
Place your advertisement here