• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

Find us in facebook

গোবিন্দগঞ্জে ব্যাংক ডাকাতি করতে নাইট গার্ডের অভিনব কৌশল, অতঃপর..

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ মে ২০২৩  

Find us in facebook

Find us in facebook

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচা শহর কৃষি উন্নয়ন ব্যাংকের ডাকাতি হওয়া ১২ লাখ ৬৫ হাজার ৩০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নাইট গার্ডকে গ্রেফতার করা হয়েছে।

রোববার দুপুরে গোবিন্দগঞ্জ থানায় গাইবান্ধার পুলিশ সুপার মো. কামাল হোসেন এ তথ্য জানান। এর আগে ঐ দিন সকালে ব্যাংকের নাইট গার্ড জুয়েল মিয়ার বাড়ি থেকে ও ব্যাংকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা টাকাগুলো উদ্ধার করা হয়। তবে এখনো এক লাখ ৭৫ হাজার টাকার খোঁজ মেলেনি।

জানা যায়, প্রতিদিনের ন্যায় কৃষি উন্নয়ন ব্যাংক কোচা শহর শাখার ভোল্ট ও দরজা বন্ধ করে ম্যানেজার জেসমিন আকতার ২৫ মে সন্ধ্যায় স্টাফসহ ব্যাংক থেকে বেরিয়ে যান। তার পর দুইদিন সরকারি ছুটির সময় ঐ ব্যাংকের নাইট গার্ড গোলাম হোসেন জুয়েল অন্যদের সহযোগিতায় ব্যাংকের ভেতরে প্রবেশ করেন। তারা ব্যাংকের সিন্দুকের তালা খুলে ভোল্টে রক্ষিত ১৪ লাখ টাকা নিয়ে যান।

এ ঘটনাকে ডাকাতির নাটক সাজাতে নাইট গার্ড গোলাম হোসেন জুয়েলকে ব্যাংকের ভেতরে বেঁধে রেখে যায়। 

রহস্যজনক এ ঘটনায় ২৮ মে ম্যানেজার জেসমিন আকতার বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করেন। এর প্রেক্ষিতে পুলিশ নাইট গার্ডকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী, পুলিশ ব্যাংকের পরিত্যক্ত কাগজপত্রের মধ্য থেকে এবং ঐ নাইট গার্ডের বাড়ি থেকে ১২ লাখ ৬৫ হাজার ৩০০ টাকা উদ্ধার করে।

Place your advertisement here
Place your advertisement here