• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook

গোবিন্দগঞ্জে পথচারীকে চাপা দিয়ে তেলবাহী লরি নদীতে

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ মে ২০২৩  

Find us in facebook

Find us in facebook

গাইবান্ধার গোবিন্দগঞ্জে তেলবাহী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। এসময় মাসুদ মিয়া নামে এক পথচারী নিহত হয়েছেন।

নিহত মাসুদ গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের রামনাথপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।

মঙ্গলবার (২৩ মে) ভোরে ঢাকা-রংপুর মহাসড়কে কাটাখালী ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। পরে দুপুরে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার কাটাখালী ব্রিজের নিচ থেকে ডুবে যাওয়া লরিটি উদ্ধার করে রংপুর থেকে আসা ফায়ার সার্ভিস দল।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ভোরে রংপুরগামী তেলবাহী একটি লরি (ঢাকা-মেট্রো-ঢ ৪১-০০০২) কাটাখালী সেতুর ওপর নিয়ন্ত্রণ হারিয়ে মাসুদ নামে এক পথচারীকে চাপা দিয়ে নদীতে পড়ে যায়। এসময় লরির চালক ও হেলপার পালিয়ে যায়।

পরে আহত মাসুদকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।  

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফ আনোয়ার জানান, রংপুর থেকে উদ্ধারকারী দল এসে নদী থেকে লরিটি উদ্ধার করে। সেটি বর্তমানে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা হেফাজতে দেওয়া হয়।  

Place your advertisement here
Place your advertisement here