• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

চিরিরবন্দরে বজ্রপাতে নিহত ১

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ মে ২০২৩  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরের চিরিরবন্দরে গরু খুঁজতে গিয়ে বজ্রপাতে আহসান হাবিব নামে একজন নিহত হয়েছেন এবং তার ছোটভাই নাহিদ (১২) আহত হয়েছেন। আহত নাহিদকে চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সন্ধ্যার আগে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

বজ্রপাতে নিহত আহসান হাবিব (২২) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার গোবিন্দপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, চিরিরবন্দরে গোবিন্দপুর গ্রামের আহসান হাবিব ও নাহিদ তাদের চাচা আনারুল ইসলামের হারিয়ে যাওয়া গরু খুঁজতে পাশের গ্রাম কেশবপুরে যায়। এসময় আকাশ মেঘাচ্ছন্ন ছিল। বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই বড় ভাই আহসান হাবিব নিহত হয় এবং তার ছোট ভাই নাহিদ আহত হয়। এসময় স্থানীয় লোকজন আহত নাহিদকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নুর এ কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Place your advertisement here
Place your advertisement here