• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ মে ২০২৩  

Find us in facebook

Find us in facebook

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে আবু বক্কর (১৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (১৬ মে) রাতে উপজেলার দেবনগরের মাগুরমারী চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর ভজনপুর এলাকার আবুল কালামের ছেলে। আহতরা হলেন, আব্দুস সালাম (২৭), ইমরান (৩০) ও তাইজুল ইসলাম।

হাইওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার রাতে উপজেলার দেবনগর ইউনিয়নের মাগুরমারী চৌরাস্তা এলাকায় মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে আবু বক্কর মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাদের সঙ্গে আহত হন আরও তিনজন। তাদের ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় জেলা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথে আবু বক্কর মারা যান। ইমরান ও তাইজুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। অপরজন আব্দুস সালাম হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাইওয়ে থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বলেন, রাতে তিন মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আবু বক্কর নামের একজন মারা গেছেন। এ সময় অপর মোটরসাইকেলগুলোতে থাকা তিনজন গুরুতর আহত হলে তাদের পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। নিহত আবু বক্করের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় আমরা দুর্ঘটনাস্থল থেকে তিনটি মোটরসাইকেল পেয়েছি।

Place your advertisement here
Place your advertisement here