• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

হিলিতে ধান সংগ্রহে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ মে ২০২৩  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরের হিলিতে চলতি মৌসুমে সরাসরি কৃষকদের নিকট থেকে অভ্যন্তরীণ বোরো ধান ও গম সংগ্রহের লক্ষ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। 

সোমবার (১৫ মে) দুপুর ১২টায় হাকিমপুর উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার রুমে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়। 

উপজেলার ১২ হাজার ৩৩ জন কৃষি কার্ডধারী কৃষকের মধ্যে থেকে উন্মুক্ত লটারির মাধ্যমে ৩২২ জন কৃষককে নির্বাচিত করা হয়। তবে গম সংগ্রহের জন্য কোনো কৃষককে নির্বাচিত করা হয়নি। তা উন্মুক্ত রাখা হয়েছে কোনো কৃষক চাইলেই খাদ্যগুদামে গম সরবরাহ করতে পারবেন। চলতি মৌসুমে উপজেলায় ৩০ টাকা কেজি দরে ৬৪৪ টন ধান ও ৩৫ টাকা কেজি দরে ২৪ টন গম সংগ্রহ করা হবে। গত ৭ মে এক কৃষকের নিকট থেকে ১ টন ধান ক্রয়ের মধ্য দিয়ে চলতি মৌসুমের ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, পারুল নাহার, কৃষি অফিসার আরজেনা বেগম, বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মঈন উদ্দিন, হিলি এলএসডি গুদাম কর্মকর্তা জোসেফ হাসদা, এসআই খলিলুর রহমানসহ অনেকে।

Place your advertisement here
Place your advertisement here