• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

পঞ্চগড়ের সুপারির চাহিদা দেশজুড়ে

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ মে ২০২৩  

Find us in facebook

Find us in facebook

এক সময় নিজেদের জন্য বাড়ির আঙিনায় সুপারির গাছ লাগালেও এখন বাণিজ্যিকভাবে এর আবাদ হচ্ছে উত্তরের কৃষি সমৃদ্ধ জেলা পঞ্চগড়ে। গত কয়েক বছর ধরে ব্যাপকহারে সুপারির আবাদ হচ্ছে এখানে। উৎপাদিত এই সুপারির চাহিদা এখন দেশজুড়ে। ফলে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় রফতানি হচ্ছে এখানকার সুপারি।

কৃষি বিভাগ বলছে, পঞ্চগড় জেলার অর্থনীতিতে বড় একটা অংশ দখল করে আছে সুপারি। বছরে এ জেলায় ৩০ কোটি টাকার সুপারি বেচাকেনা হচ্ছে। এতে করে দিনদিন সুপারি চাষে আগ্রহী হয়ে উঠছেন চাষিরা।

জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কেউ পতিত জমিতে, কেউ বাড়ির আঙিনায়, আবার কেউ জমির সীমানা নির্ধারণ ঠিক রাখতে সারি সারি করে লাগিয়েছেন সুপারি গাছ। কয়েক বছর ধরে এ অঞ্চলে চা শিল্প বিপ্লবে মিশ্র চাষ হিসেবে চা বাগানে সুপারি গাছ লাগিয়েছেন চাষিরা। চৈত্র-বৈশাখ মাসে গাছ থেকে সংগ্রহ করে স্থানীয় বাজারে সুপারি বিক্রি করছেন চাষিরা।

Place your advertisement here
Place your advertisement here