• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

কুড়িগ্রামে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে অনুদান প্রদান

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

 
কুড়িগ্রাম জেলা শহরের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত পড়ুয়া এবং এসএসসি’৮৬ ব্যাচের সাবেক ছাত্র এনামুল করিম শাহী তার নিজ বিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত এতিম দরিদ্র ছাত্র-ছাত্রীকে নগদ এক লাখ টাকা অনুদান প্রদান করেন।

বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ে এসেম্বলিতে ১৯৮৬ ব্যাচের এসএসসি বন্ধু-বান্ধবীরা তার পক্ষে তালিকাভুক্ত এতিম শিক্ষার্থীদের মাঝে এ নগদ অর্থ প্রদান করেন। ১ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মোট ৩২ জন ছাত্র-ছাত্রী এবং বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ৫ জন কর্মচারিকে তিনি নগদ ৩ হাজার টাকা ও কর্মচারিদের ৫ শত টাকা করে প্রদান করেন। 

এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু মোহাম্মদ সাইদ হাসান লোবান, প্রধান শিক্ষক মো: আবু হোসেন সরকার, কমিটির সদস্য জাহাঙ্গীর ইসলাম রজব, প্রভাষক নয়ন আহমেদ, এসএসসি ৮৬ ব্যাচের ছাত্র-ছাত্রী মামুন মিয়া, সাংবাদিক ফজলে ইলাহী স্বপন, প্রভাষক শিল্পী আখতার, প্রধান শিক্ষক রোকসানা বেগম লিপি প্রমুখ উপস্থিত ছিলেন।

Place your advertisement here
Place your advertisement here