• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

রৌমারীতে চরাঞ্চলে পুষ্টি মেলায় রান্না প্রতিযোগিতা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

 
কুড়িগ্রামের রৌমারীতে সঠিক পুষ্টিতে সুস্থ জীবন, পুষ্টি মেলা ও পুষ্টিকর খাবারের রান্না প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে সংগ এনজিও’র উদ্যোগে যাদুরচর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ মেলা হয়। এতে সভাপতিত্ব করেন যাদুরচর ইউপি চেয়ারম্যান সরবেশ আলী।

প্রধান অতিথি হিসেবে ছিলেন রৌমারী উপজেলা চেয়ারম্যান ইমান আলী, বিশেষ ভারপ্রাপ্ত ইউএনও এবিএম সারোয়ার রাব্বী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, যাদুরচর ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান হযরত আলী, সংগ প্রকল্পের সমন্বয়ক আশরাফুল আলম, উপজেলা সমন্বয়ক নজরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী, যাদুরচর ইউপি সচিব ও সদস্যগণসহ  ৭ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

জানা গেছে, দাতা গোষ্ঠির ইউরোপিয়ন ইউনিয়নের অর্থায়নে আরডিআরএস বাংলাদেশ এবং কোর্ডএইড এর নেতৃত্বে সংগ এনজিওর বাস্তবায়নে এ কার্যক্রম পরিচালিত হয়। 

মেলার বিশেষ আকর্ষণ ওয়াশ উদ্যোক্তা, যুব উদ্যোক্তা, নিউট্রিশন সেলস এজেন্ট, আরডিআরএস ফেডারেশন, এফবিএ, আরডিআরএস ও পুষ্টি রান্না প্রতিযোগীদেরসহ ১৭ টি স্টল পরিদর্শন করেন অতিথিরা। মেলায় রান্না প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

Place your advertisement here
Place your advertisement here