• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

দুই নারীসহ ৩ মাদক কারবারি আটক

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থেকে আন্তঃনগর ট্রেনে করে রাজধানী ঢাকায় নিয়ে যাওয়ার সময় ৭০ বোতল ফেনসিডিল সহ দুই নারী ও এক পুরুষকে আটক করেছে থানা পুলিশ।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে পীরগঞ্জ রেল ষ্টেশন প্ল্যাাটফর্ম থেকে তাদের আটক করা হয়।

পীরগঞ্জ উপ-পরিদর্শক রতন জানান, সোর্স মারফত তারা জানতে পারেন, মাদক কারবারিরা রোববার সকালে ঢাকা গামী আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে করে রাজধানী ঢাকায় ফেনসিডিল নিয়ে যাওয়ার জন্য পীরগঞ্জ রেল স্টেশনে অপেক্ষা করছে। সে তথ্য মতে স্টেশন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় স্টেশনের প্ল্যাটফর্মে অপেক্ষমান সন্দেহ ভাজন দুই নারীর ব্যাগ তল্লাসী করে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় ওই দুই নারী সহ তিন জনকে।

আটককৃতরা হলেন, পার্শ্বদবর্তী রানীশংকৈল উপজেলার রামরাই হাজেরা দিঘি গ্রামের আলাউদ্দীনের ছেলে রানা ইসলাম, রানা ইসলামের  স্ত্রী ময়না বেগম এবং একই এলাকার আরিফুলের স্ত্রী পারভিন আকতার। তাদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

সূত্র জানায়, আককৃতদের থানায় আনা হলে ওই দুই নারীর কোলে থাকা দুই শিশু কান্না ভেঙে পড়ে। শিশুদের সাথে তার মায়েরাও কান্না করতে থোকে। এ সময় থানায় কান্নার রোল পড়ে যায়।

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীন আলম বলেন, শিশু সহ দুই নারী ও এক পুরুষকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আটককৃতরা মাদক কারবারী।

Place your advertisement here
Place your advertisement here