• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

Find us in facebook

ঠাকুরগাঁওয়ে উপজেলা টাস্কফোর্স কমিটির যৌথ সভা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

 
ঠাকুরগাঁওয়ে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীন পরিবার পুনর্বাসনে উপজেলা টাস্কফোর্স কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ সভায় অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো.সামসুজ্জামানের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মামুন ভূইয়া, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সহকারী কমিশনার (ভূমি) তানজিলা তাসনিম, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, রিপোর্টাস ইউনিটির সভাপতি আব্দুল লতিফ লিটুসহ কমিটির অন্যরা। 

সভায় ঠাকুরগাঁও জেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত করার লক্ষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এবারে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীন ১৭০৩ জনকে ঘর দেয়া হয়েছে। সেই সাথে পর্যায়ক্রমে আরো ৫৫০ জনকে এই ঘর বরাদ্ধ দেয়ার মাধ্যমে জেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Place your advertisement here
Place your advertisement here