• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

বাংলাবান্ধা কাষ্টমসে যাত্রী ব্যাগেজ স্ক্যানার মেশিন চালু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

  
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে কাস্টমস কতৃপক্ষ যাত্রী ব্যাগেজ স্ক্যানার মেশিন চালু করেছে। যাত্রীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই স্ক্যানার চালু হলো। 

বৃহস্পতিবার দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো: আব্দুল মান্নান শিকদার স্ক্যানার মেশিন উদ্বোধন করেন। 

কাষ্টমস কতৃপক্ষ জানান এই স্ক্যানার মেশিন চালু হওয়ায় যাত্রীরা তাদের ব্যাগেজে অবৈধ পন্য বহন করলে সহজেই চিহ্ণিত করা যাবে এবং শুল্কযুক্ত পন্য থাকলে শুল্ক আদায় করা সম্ভব হবে। যাত্রীরা জানান স্ক্যানার মেশিন চালু হওয়ার ফলে দ্রুততম সময়ে ব্যাগ খুলে তল্লাশি ছাড়াই যাত্রীদের ব্যাগেজ পরীক্ষা করা যাবে। এতে যাত্রীদের দুর্ভোগ কমে যাওয়ার পাশাপাশি সীমান্ত পারাপারে সময় কম লাগবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর কাষ্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাস, বাংলাবান্ধা স্থল শুল্ক ষ্টেসনের সহকারি কমিশনার মবিনুল ইসলাম সহ স্থলবন্দরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। 

Place your advertisement here
Place your advertisement here