• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বাবা বাড়ি ফিরলেও শিশু মুজাহিদ ফিরল লাশ হয়ে

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

বাবা মনিরুল ইসলাম কৃষি কাজের উদ্যেশে বাড়ি থেকে বের হচ্ছিলেন। এসময় তার পিছু নেয় ৩ বছরের শিশু সন্তান মুজাহিদ। পরে তার বাবা শিশুটিকে বাড়িতে রেখে চলে যান। কিছুক্ষণ পরে বাবা মনিরুল ইসলাম বাড়ি ফিরে সন্তানকে খুঁজতে থাকেন। দীর্ঘক্ষণ মুজাহিদের সন্ধান না মেলায় বাড়ির চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পেছনের পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে পরিবারের সদস্যরা। পরে তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশু মুজাহিদকে মৃত ঘোষণা করেন।

সোমবার সকালে পঞ্চগড়ের সদর উপজেলার হাড়িভাসা ইউপির ঝুলিপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মাজেদুল ইসলাম (মুজাহিদ) ওই এলাকার মনিরুল ইসলামের ছেলে। এ ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

হাড়িভাসা ইউপি চেয়ারম্যান সাইয়েদ নুর ই আলম বলেন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে বাবা মা। আসলে তাদের সান্তনা দেবার ভাষা আমার জানা নেই। আমাদের সকলের ছোট ছোট সন্তানদের চোখে চোখে রাখতে হবে। কোথায় যায় কি করে খোঁজ রাখতে হবে। এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা আর যেন না ঘটে সেজন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

Place your advertisement here
Place your advertisement here