• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

Find us in facebook

দিনাজপুরে কান্তজীউ মন্দির পরিদর্শনে সিনিয়র সচিব

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরে কান্তজীউ মন্দির পরিদর্শনে সিনিয়র সচিব                             
দিনাজপুরে ঐতিহাসিক শ্রীশ্রী কান্তজীউ মন্দির পরিদর্শন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী। এসময় রাজ দেবোত্তর এস্টেটের পক্ষে ট্রাস্টি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী ও রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিংহ’র নেতৃত্বে কমিটির সদস্যরা ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন।

শনিবার সকালে দিনাজপুরের কাহারোলের কান্তজীউ মন্দিরে যান এবং মন্দিরের চারিদিক ঘুরে দেখেন সিনিয়র সচিব। 

এসময় কান্তজীর মন্দিরের গায়ে টেরাকোটা খচিত পোড়ামাটির চিত্রফলকের সাহায্যে রামায়ণ-মহাভারতের সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি-এ চারটি শাস্ত্রীর যুগের পৌরাণিক কাহিনী, নির্মাণ শৈলী ও কারুকাজ দেখে মুগ্ধ হন মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।

মন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক মু. মোহসিন চৌধুরী, রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মো. নাইম হাসান খান, রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিংহ, রাজ দেবোত্তর এস্টেটের সদস্য ডা. ডি.সি রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Place your advertisement here
Place your advertisement here