• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

সুন্দরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে ভাতিজার মৃত্যু, চাচা আটক

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে শাহীন মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছেন। এ ঘটনায় মৃত যুবকের চাচা আব্দুল মতিনকে আটক করেছে পুলিশ।

সোমবার সকালে সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের নওহাটি চাচিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা যায়, নওহাটি চাচিয়া গ্রামে শাহীন মিয়া এবং তার চাচা আব্দুল মতিন মিয়ার লোকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে জমাজমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার সকালে শাহীন মিয়া তার ভাই শাহ আলম, লুৎফর, রাঙ্গা মিয়া, রাকিব, শামীমসহ চাচা আব্দুল মতিনের লোকজনের সঙ্গে জড়িয়ে পড়ে। এতে পাঁচজন আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে শাহীন মিয়ার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহীন মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় শাহীনের চাচা আব্দুল মতিনকে আটক করা হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ওসি ইফতেখারুল মোকাদ্দেম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Place your advertisement here
Place your advertisement here