• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

গাইবান্ধায় শীতার্ত মানুষের পাশে দুরন্ত-৯৯ ফাউন্ডেশন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

হিমশীতল আবহাওয়া ও কুয়াশায় নাকাল দেশের উত্তরের জনপদ গাইবান্ধার জনজীবন। শীতের এ তীব্রতা বেশি কাবু করেছে নিম্ন আয়ের মানুষকে। তাই অসহায় ও দুস্থ মানুষকে উষ্ণতা দিতে তাদের পাশে দাঁড়িয়েছে দুরন্ত-৯৯ ফাউন্ডেশন। সামাজিক দায়বদ্ধতা থেকে গাইবান্ধার গৃহহীন ও অবহেলিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সংগঠনটি। 

শুক্রবার ও শনিবার বিভিন্ন পর্যায়ে চলে এ বিতরণ কার্যক্রম।

দুরন্ত-৯৯ ফাউন্ডেশনের প্রথম দিনের কর্মসূচিতে শুক্রবার গাইবান্ধা শহরের গৃহহীন ও ভবঘুরে মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। রাতে ঘুরে ঘুরে শহরের রাস্তাঘাট, রেলস্টেশন ও বাসস্ট্যান্ডে অবস্থানরত মানুষকে উষ্ণ শীতবস্ত্র পৌঁছে দেন ফাউন্ডেশনের সদস্যরা।

দ্বিতীয় দিন শনিবার বিকালে গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে গাইবান্ধার বিভিন্ন অংশ থেকে আসা নিম্ন আয়ের মানুষের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র। এদিন অসহায় বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়েও পৌঁছে দেওয়া হয় অপেক্ষাকৃত উন্নতমানের কম্বল।

দুরন্ত-৯৯ ফাউন্ডেশন মূলত গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের এসএসসি ব্যাচ-৯৯-এর শিক্ষার্থীদের একটি অলাভজনক সংগঠন। বিভিন্ন সামাজিক কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্যে ২০২২ সালে দুরন্ত-৯৯ ফাউন্ডেশনের জন্ম।

Place your advertisement here
Place your advertisement here