• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

গোবিন্দগঞ্জে বালুবাহী ট্রাকচাপায় শিক্ষকসহ দুইজন নিহত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

গোবিন্দগঞ্জে বালুবাহী ট্রাকচাপায় শিক্ষকসহ দুইজন নিহত              
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ পাঁচজন। সোমবার বেলা ১১টার দিকে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের সোনারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন উপজেলার শিবপুর ইউপির উত্তর শোলাগাড়ী গ্রামের আবু বক্কর সিদ্দিকের স্ত্রী দুলালী বেগম। অপরজন হলেন উপজেলার রাখালবুরুজ ইউপির পলাশবাড়ী গ্রামের গোলাম মোস্তফার ছেলে রশিদুল ইসলাম রুবেল। তিনি স্থানীয় সাফিয়া খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

সোমবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক রুবেলকে মৃত্যু ঘোষণা করেন।

আহতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার মালঞ্চা গ্রামের লাল মিয়া, পচারিয়া গ্রামের আফজাল হোসেন, হাবিবপুর গ্রামের এনামুল হক, খিরিবাড়ী গ্রামের মানিক মিয়া, কলাকাটা হামচাপুর শাহ আলম।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কোচাশহর বাজার থেকে ছয়জন যাত্রী নিয়ে একটি অটোরিকশা গোবিন্দগঞ্জ পৌর শহরে আসছিল। পথে সোনারপাড়া এলাকায় বালুবাহী একটি ট্রাক অটোরিকশাটিকে সামনে থেকে চাপা দেয়।

গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) বুলবুল ইসলাম জানান, আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here