• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

Find us in facebook

দিনাজপুরে মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মাদকদ্রব্য নিযন্ত্রণ অধিদপ্তরের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। জেলা মাদকদ্রব্য নিযন্ত্রণ অধিদপ্তর এ আয়োজন করে। সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। 

উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোখলেছুর রহমান, মাদকদ্রব্য অধিদপ্তরের দিনাজপুরের উপ-পরিচালক শাহ নেওযাজ, ইন্সপেক্টর রায়হান আহমেদ খান, উপ-পরিদর্শক হাসিবুল হাসান পরে অধিদপ্তরের জেলা কার্যালয়ে আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয।

এর আগে রবিবার দিনব্যাপী অভিযান চালিয়ে দিনাজপুর সদর উপজেলার কমলপুরে জয়রাম উত্তরপাড়া গ্রামে আকবর আলীর নিজ বাসা থেকে স্টীলের ট্রাংকে লুকিয়ে রাখা প্লাস্টিকের বস্তায় ১০০ বোতল ফেন্সিগ্রিপসহ আটক করা হয়। আকবর আলী ঐ এলাকার জাহের উদ্দিনের ছেলে। একই দিনে ঐ এলাকার আনছার আলীর ছেলে বাবুল হোসেনকে নিজ বাড়িতে লুকিয়ে রাখা ১০০ বোতল ফেন্সিগ্রিপসহ আটক করা হয়। পরে রাতে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়।

এর মধ্যে চিহ্নিত মাদক ব্যাবসায়ী মোসলেম উদ্দিন পালিয়ে যায়। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছে। মাদকমুক্ত দিনাজপুর গড়তে সার্বক্ষনিক কাজ করে যাচ্ছে মাদকদ্রব্য অধিদপ্তর বলে জানায় দিনাজপুরের উপ-পরিচালক শাহ নেওয়াজ। 

Place your advertisement here
Place your advertisement here