• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

পলাশবাড়ীতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২২  

Find us in facebook

Find us in facebook

গাইবান্ধার পলাশবাড়ীতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন উপলক্ষে পুষ্পমাল্য অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার (১৪ ডিসেম্বর) সকালে দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌরশহরের স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের অভ্যন্তরে বধ্যভূমিতে পৃথক পৃথক ভাবে পুষ্পমাল্য অর্পন করেন মাননীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পলাশবাড়ী পৌরসভা, থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, প্রেস ক্লাব ও মহিলা লীগসহ অন্যান্য সংগঠনসমূহ।

পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, গাইবান্ধা-৩ আসেনর সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলতাফ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধার সন্তান মোছা. টুম্পা আকতার ও মহিলা আওয়ামী লীগ সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনু প্রমুখ।

এসময় সহকারি কমিশনার (ভূমি) এস.এম ফয়েজ উদ্দিন, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আবু বকর প্রধান, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী, পলাশবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ  মুহাম্মদ মশিউর রহমান, উপজেলা প্রকৌশলী মো. শাহারিয়ার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আতিকুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর তদারকি কর্মকর্তা শ্যাম সুন্দর মিত্র, সহকারি ইন্সট্রাক্টর। 

মো. সোহেল মিয়া, উপজেলা আ’লীগ সহ-সভাপতি ছাইফুলার রহমান চৌধুরী তোতা, সাংগঠনিক সম্পাদক মাহিবুল হাসান মুকিত, পলাশবাড়ী প্রেস ক্লাব রবিউল হোসেন পাতা ছাড়াও উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে শহীদদের আত্মার শান্তি ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দো’আ অনুষ্ঠিত হয়।     

Place your advertisement here
Place your advertisement here