• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

কুড়িগ্রামে দিনেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২২  

Find us in facebook

Find us in facebook

উত্তরের সীমান্তঘেঁষা জেলা কুড়িগ্রামে শীত বেড়েছে। হিমালয়ের নিকটবর্তী হওয়ায় গ্রামাঞ্চলসহ শহরের জনপদ ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে। সকালে ও রাতে শিশির ঝরছে। 

বুধবার সকাল ৬টার দিকে এ জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয়রা জানায়, কুয়াশায় ঢাকা পড়ছে চারদিক। ফলে দিনের বেলাতেও বিভিন্ন যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। সময়মত কাজে যোগ দিতে তাদের বেগ পেতে হচ্ছে।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউপির সাইদুল ইসলাম জানান, ঘন কুয়াশা পড়ায় ক্ষেত-খামারের কাজে যোগ দিতে দেরি হচ্ছে। এ ছাড়া শীত বাড়ায় তাদের কষ্ট হচ্ছে।

অটোরিকশাচালক রুবেল মিয়া জানান, কুয়াশার কারণে সড়কে অটো চালাতে সমস্যা হচ্ছে। সকাল সকাল হেড লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। তাছাড়া যাত্রীও কমে গেছে। এই রকম কুয়াশা প্রতিদিন পড়লে আয় কমে যাবে।

কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তুহিন মিয়া জানান, কয়েক দিনের মধ্যে এ জেলার তাপমাত্রা আরো নেমে যাবে। ঐ সময় বাড়বে শীতের তীব্রতা।

Place your advertisement here
Place your advertisement here